লন্ডন বাংলা প্রেসক্লাবের অফিস ভিজিট করলেন বিভিন্ন শহরের সদস্যরা

আহাদ চৌধুরী বাবু : নর্থ ইংল্যান্ড এবং মিডল্যান্ডস এলাকায় কর্মরত চ্যানেল এস প্রতিনিধিরা সোমবার রাতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অফিস পরিদর্শন করেন। ক্লাব অফিসে তাদের স্বাগত জানান লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশাসহ কমিটির অন্যান্য সদস্যরা। এসময় তিনি বলেছেন, ক্লাবের দীর্ঘদিনের স্বপ্ন নিজস্ব অফিস বাস্তবায়নের পথে সকল সদস্যর বিশেষ অবদান রয়েছে। আজকে ব্রিটেনের বিভিন্ন শহরের সাংবাদিক সদস্যরা লন্ডনে আসলে বসার জায়গা করতে পারায় আমাদের কষ্ট সফল হয়েছে।

সোমবার ছিল চ্যানেল এসের প্রতিনিধি সম্মেলন। সম্মেলন শেষে তারা লন্ডন বাংলা প্রেসক্লাব অফিস ভিজিট করতে আসেন। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এসের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ, ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ওল্ডহ্যাম প্রতিনিধি শামীম আহমদ, রচডেল প্রতিনিধি মিজান আহমেদ, মিডল্যান্ডস প্রতিনিধি রিয়াদ আহাদ, বার্মিংহ্যাম প্রতিনিধি আশরাফ আহমেদ, কভেন্ট্রি প্রতিনিধি নোমান রাজা এবং নর্থাম্পটন প্রতিনিধি এহসানুল চৌধুরী শামীম।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, বর্তমান সাধারন সম্পাদক এবং চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, সাবেক কোষাধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমদ, বর্তমান কোষাধ্যক্ষ আ স ম মাসুম, চ্যানেল এসের হেড অব নিউজ এবং ব্রিটবাংলা সম্পাদক কামাল মেহেদী, চ্যানেল এসের সিনিয়র প্রডিউসার আহাদ আহমদ, ব্রিটবাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, বাংলা টিভির সাবেক সিইও মিল্টন রহমান।

এছাড়াও ক্লাবের সহ সম্পাদক মোহাম্মদ সোবহান, প্রেস এন্ড পাবলিকেশন সম্পাদক আব্দুল কাইয়ূম, আইটি সেক্রেটারী সালেহ আহমেদ, ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ, ট্রেনিং সেক্রেটারী এবং চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য রহমত আলী, হাবিবুর রহমান, ইমরান আহমেদ,  ক্লাব সদস্য আহসানুল ইসলাম চৌধুরী তামিম, সারোয়ার হোসেন ।
এসময় বিভিন্ন শহর থেকে আসা চ্যানেল এস প্রতিনিধিরা এই প্রথম লন্ডনে এসে নিজেদের একটি স্থান পেয়ে ক্লাবের সদস্য হিসাবে গর্বিত বোধ করছেন বলে জানান।

Advertisement