লিভারপুল থেকে ১২ কেজি হেরোইনসহ নগদ ৫শ হাজার পাউন্ড উদ্ধার : £530,000 cash and 12kg drugs found in Merseyside raids

ব্রিটবাংলা রিপোর্ট : লিভারপুলের মার্সিসাইড এলাকা থেকে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড মূল্যের ১২কেজি হেরোইন এবং নগদ ৫শ ৩০ হাজার পাউন্ড উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মার্সিসাইড এলাকার সেন্ট হেলেনের থ্যাট্টো হিথের একটি ঘরের মেঝেতে কার্ডবোডের নীচে রাখা ১২ কেজি হেরোইন এবং একটি লাগেজের ভেতরে রাখা নগদ ৫শ হাজার পাউন্ড উদ্ধার করে পুলিশের নর্থ ওয়েস্ট রিজিয়নাল ক্রাইম ইউনিট। এ ঘর থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে একই অভিযানের সময় অন্য একটি প্রোপার্টির সামনে রাখা একটি গাড়ির ভেতর থেকে নগদ ৩০ হাজার পাউন্ড উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ৫৬ বছর বয়সী গাড়ির মালিককে। তাদের দুজনকেই স্থানীয় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

£530,000 cash and 12kg drugs found in Merseyside raids

About 12kg of heroin and £530,000 cash have been found by police during raids at three properties in Merseyside.

The drugs, which have an estimated street value of £1.2m, were discovered at an address in Thatto Heath, St Helens, on Friday along with £500,000.

The remaining £30,000 was found in a car outside another property in Huyton.

Two men, aged 52 and 56, were arrested on suspicion of conspiracy to supply class A drugs and money laundering, and are being questioned by police.

Det Insp Nick Hughes, from the North West Regional Organised Crime Unit, said it was “committed to tackling the blight of drugs on our streets”.

Advertisement