শাহজালালে খাবারের গাড়িতে পাওয়া গেলো ৭ কেজি স্বর্ণ

ব্রিট বাংলা ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার ভোরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি বিমান অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলা হয়। পরে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন সাত কেজি, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ ঘটনায় বিমানের আট কর্মীকে আটক করেছে গোয়েন্দা বিভাগ।

রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেন, বিমানের খাবারের গাড়িতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়। বিমানের দায়িত্বশীল কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এটি সম্ভব নয়।

Advertisement