জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েশন উদ্যোগে ঐতিহ্যবাহী বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ২৭ মে রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে। এতে গ্রামবাসীসহ কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় কাউন্সিলারগন অংশনেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় গ্রামের উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করা হয় এবং পবিত্র রহমানের শিক্ষাকে সারা বছর কাজে লাগাতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
সংগঠনের সভাপতি আব্দুল মালিক মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, শফিউল আলম বাবু, কাউন্সিলার সাদ উদ্দিন চৌধুরী, আনছারুল হক, মামুন রশীদ এমবিই, কাউন্সিরার মাহফুজ ফারুক, শিশু মিয়া, শাহনুর তবরিছ আলী, মুক্তার মিয়া, আমির হোসেন, ইসলাম উদ্দীন, আংগুর আলী, আবর আলী, আলী হোসেন, সরুজ আলী, ওমর আলী, আব্দুন নূর, আলী আক্কাস, আব্দুল আলী, কুতুব জাহান, শ্রীরামসি যুব সংস্থার সভাপতি তফজ্জুল আলী প্রমুখ।
ইফতার পূর্বে ব্রিকলেইন মসজিদের ইমাম হাফিজ মতিউর রহমান বাচ্চু বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন। সংবাদ বিজ্ঞপ্তি