সাউথ ইস্ট লন্ডনে দারুল উলুম স্কুলের প্রধান শিক্ষকের বাসা থেকে নগদ ৪শ হাজার পাউন্ড উদ্ধার : Islamic school head forced out after weapons and £400,000 cash found at flat in grounds

ব্রিটবাংলা ডেস্ক : সাউথ ইস্ট লন্ডনের ব্রোমলি এলাকার চিলসহার্স্টের একটি বেসরকারী ইসলামিক স্কুলের প্রধান শিক্ষকের ফ্ল্যাট থেকে নগদ ৪শ হাজার পাউন্ড এবং ব্লেড জাতীয় অস্ত্র উদ্ধারের পর শিক্ষা প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধের হুমকির মুখে পড়েছে।  মে মাসের শেষ দিকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। শুক্রবার ওয়েস্টমিনষ্টার কোর্টের শুনানিতে এসব তথ্য জানানো হয়।

আদালত সুত্রে জানা গেছে, গত ৩০শে মে সাউথ ইস্ট লন্ডনের ব্রোমলি এবং বেক্সলি বারার মধ্যবর্তী স্থানে অবস্থিত চিলসহার্স্টের বেসরকারী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম স্কুলে একজন অস্ত্র নিয়ে খেলা করছে বলে পুলিশে রিপোর্ট করা হয়। সশস্ত্র পুলিশ এসে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে স্কুলের প্রধান শিক্ষকের ছেলে ইউসুফ মুসাকে গ্রেফতার করে। মুসা স্কুলের নিরাপত্তা বিষয়ক স্টাফ ছিলেন। এরপর মুসাদের ঘরে অভিযান চালিয়ে পুলিশ একটি খেলনা অস্ত্র, ব্লেড এবং নগদ ৪শ হাজার পাউন্ড উদ্ধার করে। উদ্ধার অভিযানের পরদিনই অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফা মুসাকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জরুরী ভিত্তিতে স্কুলটি বন্ধ রাখার জন্যে এডুকেশন ডিপার্টমেন্টে আবেদন করে পুলিশ। স্কুলে প্রায় ১৫৫জন শিক্ষার্থী রয়েছেন। তবে আদালতের শুনানিতে মোস্তাফা মুসা এবং তার ছেলে স্কুল পরিচালনার কোনো কাজে নিজেদের আর জড়িত রাখবেন না বলে ওয়াদা করার পর স্কুল বন্ধের আবেদনটি আপতত স্থগিত রাখা হয়। স্কুল গ্রাউন্ড এবং ওই ফ্ল্যাটে যেতে মোস্তাফা মুসা এবং তার ছেলের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

স্কুলে প্রায় ১৫৫ জন শিক্ষার্থী রয়েছেন। যারা বছরে তিন হাজার পাউন্ড ফি পরিশোধ করে স্কুলের হোস্টেলে থেকে পড়ালেখা করেন। স্কুলের হোস্টেলে প্রবেশের ক্ষেত্রে মোস্তাফা মুসা ও তার ছেলের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। যদিও আদালতে তাদের বিরুদ্ধে অপরাধ বিষয়ক কোনো অভিযোগ আনা হয়নি। তাবে তাদের বিরুদ্ধে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে।

আদালতের শুনানিতে বলা হয়েছে, সরকার অনুমোদিত ট্রাস্টি বোর্ড নিয়োগের পূর্ব পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। এর আগে ইনডিপেনডেন্ট অডিট কমিশনের মাধ্যমে স্কুলের নিরাপত্তার বিষয়টি অডিট করা হবে এবং স্কুলের পক্ষ থেকে অবশ্যই অডিট কমিশনের সুপারিশ মানতে হবে বলে শুনানিতে উল্লেখ করা হয়।

শুনানিতে চীফ ম্যাজিস্ট্রেট এ্যামা আরবান্টন বলেন, স্কুলের প্যারেন্টসদের প্রেরিত প্রায় ৪শ হাজার পাউন্ড ক্যাশ হ্যান্ডল করায় তিনি হতবাক হয়েছেন। এ জন্য অবশ্যই একটি ব্যাঙ্ক একাউন্ট থাকা উচিত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

আদালতের শুনানিতে জানানো হয়,  স্কুলের নিরাপত্তা এবং লিডারশীপের ক্ষেত্রে গত দুই বছর ধরে এই স্কুলটি অফস্টেডের রিপোর্টে  ফেইল করে আসছে। তবে স্কুলের পক্ষের আইনজীবি আদালতকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ যাবত স্কুল নিরাপত্তা ও পরিচালনার ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধন করে আসছে। তবে তা বেশ ধীরগতিতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

The headteacher of an independent Islamic school has been forced out to spare it from closure after a raid by armed police uncovered weapons and more than £400,000 in cash at a flat in the grounds.

Officers were called to the Darul Uloom school in Chislehurst on May 30 after reports of a man brandishing a gun. Headteacher’s son Yusuf Musa, who was the school’s designated safeguarding staff member, was arrested in connection with the incident.

Officers found a toy gun at his flat as well as bladed weapons and more than £400,000 in cash, Westminster magistrates’ court heard.

Headteacher Mustafa Musa was arrested the following day on suspicion of money laundering, sparking an emergency application by the Department for Education to shut the school. Government officials told the court they were concerned about the safety of the 155 pupils and applied for an order to suspend the school from the official register.

At court this morning, the school fended off the closure bid by agreeing that Mr Musa, and his son, will have “no involvement whatsoever” with the school in the future.

The two men are now banned from the grounds, including Yusuf Musa’s flat, and accommodation for pupils who pay £3,000-a-year fees as boarders.

The school may be shut temporarily until a government-approved trustee has been appointed to handle safeguarding. An independent safeguarding audit must be carried out and the school must accept and act on any recommendations, the court heard.

Chief magistrate Emma Arbuthnot, who was due to hear the application, said: “I had real concerns and understand why the department brought the application. I had a concern about what £400,000 was doing in cash at the school — I think that’s a danger to the school. If all the parents know they send money in and pay their fees in cash, that is a risk to the school. I would like there to be a bank account.”

The school has failed a series of Ofsted inspections in the past two years, when serious problems with its safeguarding and leadership were identified.

Gavin Irwin, the lawyer representing the school, told the court there have been “very positive and meaningful safeguarding improvements in recent weeks”.

“It’s a steady, if perhaps too slow, improvement,” he said.

The two men were questioned by police and remain under investigation. They have not been formally charged with any offence.

John Hartley, from solicitors Hodge Jones & Allen, which represents the school, said trustees “take their responsibilities for safeguarding children extremely seriously”.

Advertisement