জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ও মৌলভীবাজার সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক ঢাকায় মৌলভীবাজার সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ আব্দুল মুক্তাদির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
২৬ শে অক্টোবৱ, সোমবার বিকেল ৫ টায় ঢাকার স্কয়াৱ হাসপাতালে ইন্তেকাল কৱেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই পুত্র সন্তান রেখে গেছেন। লন্ডনে বসবাসরত মরহুমের ছেলের পক্ষ থেকে সবাইকে দোয়া কামনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার বরইউরি সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
অর্থমন্ত্রীর শোক
জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মোক্তাদিরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ আব্দুল মোক্তাদির ছিলেন অত্যন্ত সদালাপী, পরপোকারী ও সজ্জন ব্যক্তি। সবার সুখে-দুঃখে তিনি সব সময়ই এগিয়ে আসতেন।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।