সিলেট ৩ আসনের সাবেক এম পি শফি চৌধুরীর সাথে দক্ষিন সুরমা বাসীর মতবিনিময়

ব্রিটবাংলা ডেস্কঃসিলেট দক্ষিণ সুরমা প্রবাসীদের উদ্যোগে বৃটেনে সফররত সিলেট -৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ ) এর আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীর সম্মানে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এক মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবী জনাব আব্দুল মজিদ লাল মিয়ার সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ সামসুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক সংসদ সদস্য (সিলেট-৩) আলহাজ্ব শফি আহমেদ চৌধুরী।

প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক।

উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, লন্ডন মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবেদ রাজা, আসিফ এ চৌধুরী, জাবেদ ইকবাল.ছাব্বির আহমদ ছুটন,আশরাফ গাজী,সেলিম আহমদ,আপ্তাব উদ্দিন, মজনু মিয়া, আজিজুর রহমান, হাজী শাহাব উদ্দিন, সেবুল মিয়া.যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন,যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন শাহিন, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ,লন্ডন মহানগর বিএনপির যুগ্নসম্পাদক ফয়ছলআহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী,সহ সাংগঠনিক সস্পাদক জহিরুল হক জামান.দপ্তর সম্পাদক নরুল ইসলাম মাসুক,অর্থসম্পাদক জিয়াউর রহমান , আশরাফ আলী চানা, আনছার আলী , আব্দুল আহাদ,রুমেল আহমেদ, শাহাব উদ্দিন, শাকিল আহমেদ, রবিউল আলম, যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি বাকির বিল্লাহ জালাল, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি শাহজাহান হোসেন সেনাজ, সেচ্ছাসেবক দলের সহসভাপতি ডালিয়া লাকুরিয়া, যুক্তরাজ্য জাসাসের যুগ্ম সস্পাদক হাবিবুর রহমান বাবলু, লাল মিয়া.দিলাল আহমেদ, স্বপন আহমেদ, নুরুল আফচার,ইকবাল আহমেদ, খালেদ মিয়া, রমজান আলী, রাসেদ আহমেদ, হাসান জাহেদ আরিফুল হক.জামাল হোসেন.রাহী আহমেদ প্ৰমুখ ৷

Advertisement