হাসান মাসুমের কবিতা : মাথায় যত প্রশ্ন আসে-১

এই মাথাতেও প্রশ্ন আসে, দেবে কি কেউ জবাব তার?
বলবে নাতো, ‘মিথ্যেবাদী বকিসনে আর খরবদার’।
পৃথিবীতে মহামারী হলে ভাবো লাভটা কার?
ওষুধ যত কোম্পানীদের বাড়বে কেমন লাভের হার?
মহামারীর ঐ ওষুধের পেটেন্ট যে দেশ পাইবে রে,
কি পরিমান অর্থ তাদের কোষাগারে যাইবে রে!
ভাইরাস কি ব্যাকটেরিয়া, কোথায় তাদের উৎপাদন?
বিজ্ঞানীদের জ্ঞানের জোড়ে, ইচ্ছা কাদের হয় সাধন?
মহামারী নয়তো যেন, বিশ্বযুদ্ধের আরেক রূপ,
কোথাও কারোর সন্দেহ নাই, তারপরেও বিশ্ব চুপ।
আসলে কি গজব এটি, নাকি মানবসৃষ্ট প্রান
বিশ্ববাজার কব্জা নিয়ে মোড়লেরা মারছে দান।
বুঝি না ছাই, আসলে কি তাই? মাথায় কিছুই ঢুকছে না,
দুষ্টলোকের দুষ্ট চালে দুনিয়া কি ভুগছে না?
নিজের লাভে পরের ক্ষতি হোক না যতই ভয়ংকর!
মহান প্রভু, এদের থেকে বিশ্বকে তুই রক্ষা কর!

Advertisement