২৭ আগস্ট লন্ডনে নৌকা বাইচ

আহাদ চৌধুরী বাবু : বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা দৌড় গ্রাম বাংলার ঐতিহ্যের স্বারক, বাঙালী সংস্কৃতি ও কৃষ্টির বিশাল ভান্ডারের সাথে তৃতীয় বাংলা খ্যাত বিলেতে এর ব্যাপক প্রচার ও প্রসার দীর্ঘ কালের ৷

সংস্কৃতি ও কৃষ্টির বুনন বিলেতের প্রবাসী এবং প্রজন্মের নিকঠ অতি পরিচিত,যার ধারাবাহিকতা সমগ্র ব্রিটেনে স্বদেশ প্রেমের ছায়া লক্ষ্য করা যায়।

এবার প্রথমবারের মত লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ৷ আগামী ২৭ আগস্ট এটি অনুষ্ঠিত হবে৷নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের সম্পৃক্ত করতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন তারন্যের শক্তির ত্ৰুমান্বয়ে ড্রাগ সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে ইউথ সেন্টার গুলো বন্ধ বিনোদন মুলক কর্মসূচীর অভাব এই সব বিষয় বিবেচনা করে আমাদের এই আয়োজন৷

শুক্রবার পূর্ব লন্ডনের হোটেল হলিডে ইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবিদুর রহমান শিমু, সেলিম খান, ওসমান গনি, রিমন রহমান, কদরুল ইসলাম ও ডক্টর হাসনাত হোসেন এমবিই।

সংবাদ সম্মেলনে জানানো হয় পূর্ব লন্ডনের ডকল্যান্ডের রিভার সাইডে ২০০ মিটারের এই নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হবে।

এতে ব্রিটেনের যেকোন স্থান থেকে ব্রিটিশ এশিয়ান অর্জিন১৮টি দল অংশ নিতে পারবে।

ইতিমধ্যে ১১টি দল রেজিস্ট্রেশন করেছে।এর মধ্যে লন্ডনবাংলা প্রেসক্লাব অন্যতম প্রতিযোগি হিসেবে নাম রেজিস্ট্রেশন করেছে।

আয়োজকরা বলেন,লন্ডন বাংলা প্রেসক্লাবের অংশগ্রহন প্রতিযোগীতাকে বাড়তি গুরুত্ব বহন করবে ৷

এবং এ ক্ষেত্ৰে প্রেসক্লাব থেকে কোন ফি গ্রহন করা হবেনা

প্রতিযোগিতায় অংশগ্রহন ফি রাখা হয়েছে ৩শ পাউন্ড। প্রথম স্থান অর্জনকারী দল পাবে ১হাজার পাউন্ড প্রাইজমানি।

দ্বিতীয় বিজয়ী দল পাবে সাড়ে ৭শ পাউন্ড এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৫শত পাউন্ড প্রাইজমানি।

ACB#17

Advertisement