অফিসিয়াল : বার্সেলোনায় থাকছেন না মেসি

চুক্তির ঘোষণা আসছে যেকোনও সময়। স্প্যানিশসহ ইউরোপের প্রায় সব নামি মিডিয়াতেই ছিল এই খবর। অপেক্ষা ছিল, কেবল লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার। কিন্তু ‍দুঃসংবাদ! বার্সেলোনা নিশ্চিত করেছে, মেসির আর থাকছেন না ন্যু ক্যাম্পে।মুহূর্তের মধ্যে পাল্টে গেলো দৃশ্যপট! যেখানে চুক্তির ঘোষণা আসার কথা, সেখানে বার্সেলোনাকে ‘বিদায়’ জানাতে হলো মেসিকে। গত জুনে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। তখন থেকেই অনেক গুঞ্জন। আর্জেন্টাইন তারকা ফ্রি এজেন্ট হয়ে গেলেও তার ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার খবরই পাওয়া যাচ্ছিল স্প্যানিশ মিডিয়ায়। বৃহস্পতিবার চুক্তির আনুষ্ঠানিকতা সারতে দুই পক্ষও বসেওছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে চুক্তি হয়নি।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর না হওয়ার কারণ হিসেবে কাতালান ক্লাবটি জানিয়েছে, ‘আর্থিক সমস্যা’ ও ‘কাঠামোগত বাধা’র কথা। তারা উল্লেখ করেছে, লা লিগার নিয়মের বেড়াজালে ভেস্তে গেছে মেসির সঙ্গে তাদের চুক্তির আলোচনা।বার্সেলোনা জানিয়েছে, মেসি ও ক্লাব সমঝোতায় পৌঁছেছিল। নতুন চুক্তি বৃহস্পতিবারই স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি।বিস্তারিত আসছে…

Advertisement