অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাঙালী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইরফান মুন্না।তাঁর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ডারউইনের লিচফিল্ড পার্ক রোডে দুর্ঘটনায় মুন্না ও তাঁর ফিলিপিনো বন্ধু নিহত হন এবং আহত হন আরও সাতজন।

চার্লস ডারউইন ইউনিভার্সিটির আইটির শিক্ষার্থী ছিলেন ইরফান মুন্না। সোমবার ডারউইনে ঈদ ছিল। একই দিনে ছিল তাঁর জন্মদিনও। নামাজ শেষে উৎসব-আনন্দ করতে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন তিনি। যাত্রাপথে বিপরীতমুখী বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার পরপরই গাড়িতে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান মুন্না ও তাঁর সহযাত্রী পাশের সিটের ফিলিপিনো বন্ধু। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শোকাহত ডারউইনপ্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ইদানীং ক্রমেই বাড়ছে। গত দুই বছরে বেশ কয়েকজন বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কৃতজ্ঞতা : দৈনিক প্রথম আলোয় প্রকাশিত কাউসার খানের রিপোর্ট।

Advertisement