ইন্ডিপেন্ডেন্ট গ্রূপ টাওয়ার হ্যামলেটসের ”৫ টি দাবী উত্থাপন (ভিডিওসহ)

ব্রিটবাংলা রিপোর্ট: টাওয়ার হ্যামলেটসের ইনডেপেন্ডেন্ট গ্রুফ বর্তমান প্রশাসনের কাছে নিম্নোক্ত ৫টি দাবি তুলে ধরছে ।

মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রুুফের পক্ষে এদাবী উত্তাপন করা হয়। দাবী গুলো হলো

১।অনতিবিলম্বে বিগত প্রশাসনের ক্রয়কৃত ৩৪জন পুলিশ অফিসার পুনরায় নিয়োগ দেয়া হউক।

২।অনতিবিলম্বে বিগত প্রশাসনের নিয়োগকৃত ৩৬ জন থিয়োজ পুনরায় নিয়োগ দেয়া হউক।

৩।১৮টি বন্ধ ঘোষিত অত্যন্ত প্রয়োজনীয় ইওথ সেন্টার পুনরায় অনতিবিলম্বে ইওথদের জন্য খুলে দেয়া হোক।

৪।সমস্ত ঝুকিপুর্ন বিল্ডিংগুলোর ফায়ার সেফটি অবিলম্বে নিশ্চিত করা হোক।

৫।সমস্ত ক্রাইম বন্ধে অবিলম্বে ‘‘টাওয়ার হামলেটস হেইট ক্রাইম কমিশনার‘‘ নিয়োগ দেয়া হোক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্প্রতি গ্রেনফেল টাওয়ারের দুঃখজনক অগ্নিকান্ড এবং অসংখ্য ব্যক্তির করুন মৃত্যুর পর টাওয়ার হ্যামলেটস এর শত শত বহুতল বিশিষ্ট উঁচু বিল্ডিং এর অনিশ্চিত ফায়ার সেফটির ফলে বেশ কয়েকটি অগ্নিকান্ডে বিল্ডিং এর বাসিন্দাদের মধ্যে আতংক, বাংলাদেশী ইমিগ্রান্ট কমিউনিটির উপর শেতাঙ্গদের বর্ণবাদী ক্যামিক্যাল/এসিড আক্রমন, ড্রাগ ডিলিং, চুরি,ছিনতাই এর মত দুঃখজনক ঘটনায় টাওয়ার হ্যামলেটস এর বর্তান প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহনে চরম ব্যর্থতার প্রতিবাদে এবং টাওয়ার হ্যামলেটস এর রাস্তায় অতিরিক্তিপুলিশ মোতায়েন, থিয়োজ নিয়োগ, বন্ধ ইয়ুথ সেন্টারসমূহ খুলে দেয়া, মোবাইল পুলিশ স্টেশন চালু, সমস্ত উচু বিল্ডিংগুলোকে অনতিবিলম্বে ঝুকি চিহিৃত করে ফায়ার সেফটি নিশ্চিত করাসহ হেট ক্রাইম বন্ধে হেট ক্রাইম কমিশনার নিয়োগের দাবিতে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ কর্তৃক লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে শোনান টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ সেক্রেটারী কাউন্সিলার মুহাম্মাদ আনসার মুস্তাকিম।

সম্লেলনের শুরুতে সাংবাদিকদেরকে স্বাগত জানান টাওয়ার হ্যামলেটস এর ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ চেয়ার কাউন্সিলার মাইয়ুম মিয়া।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টাওয়ার এর আগামী দিনের নির্বাহী মেয়র প্রার্থী কাউন্সিলার অহিদ আহমদ, গ্রুপ লিডার কাউন্সিলার অলিউর রহমান, কাউন্সিলার সুলুক আহমদ

টাওয়ার হ্যামলেটস এর প্রশাসন পরিচালনার অতীত অভিজ্ঞতা বর্ননা করে মেয়র  প্রার্থী কাউন্সিলার অহিদ আহমদ আশংকা প্রকাশ করে বলেন যে যেখানে হাজার হাজার বাসিন্দা ঝুকিপুর্ন ফায়ার সেফটির অবর্তমানে প্রতিনিয়ত অগ্নিকান্ড এবং জীবনের ঝুঁকি নিয়ে সাতশ এর বেশি উচু বিল্ডিংগুলোতে ছেলে সন্তান ও পরিজন নিয়ে অত্যন্ত আশংকা জনকঅবস্থায় দিনাতিপাত করছে, রাস্তায় পর্যাপত পুলিশ অভাবে যেখানে প্রতিনিয়ত ছিনতাই, মাগিং, ড্রাগ ডিলিং এবং বর্ণবাদী আক্রমনের শিকার হচ্ছে নারী ও শিশুসহ অসহায় জনগন, যেখানে পর্যাপ্ত ইয়ুথ সেন্টারের অভাবে সর্ব্বোচ্চ সংখ্যক যুবকদের বারা হিসেবে খ্যাত টাওয়ার হামলেটস এর যুবকেরা আজ রাস্তায় নানা অসামাজিক কার্যকলাপের সাথে হচ্ছে জড়িত, যেখানে আমরা অত্যন্ত আশংকার সাথে লক্ষ করছি টাওয়ার হ্যামলেটস এর যুব সমাজের মাঝে গুমরে মরছে এক ধরনের করুন হতাশা, সেখানে টাওয়ার হামলেটস এর বর্তমান প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম কোন কার্যকারী পদক্ষেপ লক্ষ না করায় আজ আমরা বাধ্য হয়েছিআপনাদের দারস্থ হতে।বাধ্য হয়েছি আয়োজন করতে আজকের এই সাংবাদ সম্মেলন।

বারার জনগন যেখানে জানত যে ৪১ জন বারতি পুলিশ অফিসার নিয়োগ করে বিগত প্রশাসন প্রতিদিন একজন করে ড্রাগ ডিলার ধরতো, সেখানে মাত্র ৩ বছরের ব্যবধানে সেই টাওয়ার হ্যামলেটস এর রাস্তা ছয়লাব হয়েছে ড্রাগ ডিলারদের অভয়ারন্নে, টাওয়ার হ্যামলেটস এর প্রতিটি রাস্তায় আজ ড্রাগ ডিলিং হচ্ছে সকলের চোখের সামনে।আমরা অবিলম্বে এসব বন্ধের জোর দাবি জানাচ্ছি।

আমরা জানি আপনারা সাংবাদিক সমাজ কমিউনিটির দর্পন।বারার জনগনের নিরাপত্তা নিশ্চিত, সেবার মান বৃদ্ধি, জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে আমরা বিরোধী দল কি করছি, আপনারাই পারবেন এই বক্তব্যগুলোকে আমাদের প্রিয় কমিউনিটির সামনে তুলে ধরতে ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন গ্রুপ লিডার কাউন্সিলার অলিউর রহমান।

ACB#17

 

Advertisement