উড়ন্ত সেঞ্চুরিতে ব্র্যাডম্যানকে ছুঁলেন রোহিত

ব্রিট বাংলা ডেস্ক :: টেস্টে ওপেন করতে নেমেই নজর কেড়েছেন রোহিত শর্মা। প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এ নিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণে চতুর্থ সেঞ্চুরি পেলেন হিটম্যান। তিন অংক ছোঁয়া ইনিংসের সুবাদে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৯৮.২২। ছুঁয়ে ফেলেছেন ডন ব্র্যাডম্যানকে। ৫০ ইনিংস পর্যন্ত অজি কিংবদন্তির গড়ও ছিল ৯৮.২২।

টেস্টে প্রথম ওপেন করতে নেমেই সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ক্রিকেটারদের তালিকাতে ঢুকে গেছেন রোহিত। এর আগে এ নজির আছে শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও পৃথ্বী শ’র। তবে একদিক দিয়ে তাদের ছাড়িয়ে গেছেন রোহিত। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে সব ফরম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি করেছেন তিনি।

বৈশ্বিকভাবে ওপেনার হিসেবে সব সংস্করণে সেঞ্চুরি হাঁকানো সপ্তম ব্যাটসম্যান রোহিত। এর আগে ওপেনার হিসেবে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, তিলকরত্নে দিলশান, আহমেদ শেহজাদ, শেন ওয়াটসন ও তামিম ইকবাল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে প্রথম দিন শেষে ১১৫ রানে অপরাজিত ছিলেন রোহিত। দ্বিতীয় দিনে ১৭৬ রানে আউট হয়েছেন তিনি।

Advertisement