এনএইচএসে কনসালটেন্ট পদে ব্রিটিশ সাদা চামড়ার ডাক্তাররাই সুযোগ পান বেশি

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস সংক্ষেপে এনএইচএসের কনসালটেন্টসহ উচ্চপদে বিএমই কমিউনিটির ডাক্তারদের তুলনায় ইংলিশ সাদা চামড়ার ডাক্তাররাই বেশি নিয়োগ পেয়ে থাকেন বলে রয়েল কলেজ অব ফিজিশিয়ান সংক্ষেপে আরসিপি জানিয়েছে।

কনসালটেন্ট পদের জন্যে ব্রিটিশ শ্বেতাঙ্গ ডাক্তাররা তাদের বিএমই সহকর্মীদের তুলনায় আবেদন কম করলেও, শ্বেতাঙ্গরাই শর্ট লিস্ট হন বেশি এবং তারা চাকুরীও পেয়ে যান।

গত বছর পুরো ইউকেজুড়ে এনএইচএসে কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া ৪৮৭ জন ডাক্তারের উপর জরিপ চালিয়ে আরো বেশ কিছু তথ্য প্রকাশ করেছে রয়েল কলেজ অব ফিজিশিয়ান।

আরসিপি’র গবেষণা রিপোর্টে  আরো বলা হয়েছে,  ১ দশমিক ২৯ শতাংশ কনসালটেন্ট পদের জন্যে ব্রিটিশ শ্বেতাঙ্গ ডাক্তাররা আবেদন করেন। এর বিপরীতে ১ দশমিক ৬৬ শতাংশ পদের জন্যে আবেদন করেন ব্ল্যাক এন্ড মাইনোরিটি এথনিক কমিউনিটির ডাক্তাররা। এরমধ্যে ৮০ শতাংশ ব্রিটিশ শ্বেতাঙ্গ ডাক্তর শর্ট লিস্টেড হলেও অন্যান্য এথনিক কমিউনিটির মাত্র ৬৬ শতাংশ ডাক্তার শর্ট লিস্টেড হন। এছাড়া ৭৭ শতাংশ ব্রিটিশ শ্বেতাঙ্গ ডাক্তার কনসালটেন্ট হিসেবে সফল হলেও অন্যান্য এথমিক কমিউনিটির  ৫৭ শতাংশ ডাক্তার কনসালটেন্ট পদে সুযোগ পান। আর কনসালটেন্ট পদে আবেদন করতে গিয়ে সবচাইতে বেশি ভোগেন এথনিক ব্যাকগ্রাউন্ডের মহিলা ডাক্তাররা।

এছাড়া শ্বেতাঙ্গ ডাক্তারদের ‍তুলনায় বিএমই কমিউনিটির ডাক্তারদের ভেতনও গড়ে প্রায় ১০ হাজার পাউন্ড কম থাকে বলেও গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই রিপোর্টের বিষয়ে দ্যা ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশনের চান্দ নাগপাল জানিয়েছেন, এনএইচএসের ভেতরে অব্যাহত এবং অপ্রত্যাশিত বর্ণবাদের চিত্রটি আবারো এই রিপোর্টের মাধ্যমে ফুটে উঠল। এখানে এথনিক, কৃষ্ণাঙ্গ, এশিয়ান এবং অন্যান্য মাইনোরিটি কমিউনিটির ডাক্তাররা যে কি পরিমাণ বৈষম্যের শিকার হন, তা আবারো এই রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। ব্রিটেনের প্রায় ২শ ৪০ হাজারের বেশি ডাক্তারের মধ্যে প্রায় ৭০ শতাংশ এই ইউনিয়নের সদস্য।

দ্যা ব্রিটিশ এসোসিয়েশন অব ফিজিশিয়ান অব ইন্ডিয়ান অরিজিন দাবী করেছে, এনএইচএসের ভেতরে বিএমই ডাক্তাররা প্রাতিষ্ঠানিক বর্ণবাদের শিকার। আরসিপির গবেষণা রিপোর্ট সেই সত্যটিই প্রতিষ্ঠিত করেছে বলে মত তাদের।

 

 

Advertisement