এ-থার্টিনে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে বাঙালী যুবকের দন্ড

ব্রিটবাংলা ডেস্ক : ব্যস্ত সকালে এ-১৩ রোডে বিপজ্জনকভাবে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার দায়ে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীনের বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবককে জেলদন্ড দিয়েছে আদালত।

আদালত জানিয়েছে, ২০১৪ সালের ২০ মার্চে ‘এ-থার্টিনে’ রেইনামের কাছে ফ্যারি লেইন এবং নিউ রাউন্ডএ্যাবাউটের মাঝামাঝিতে দ্রুত গতিতে চালানো গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ক্যানেথ বারি নামে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে চাপা দেয় মোহাম্মদ আলী। তখন তার বয়স ছিল ১৮ বছর।

ঘটনার সময় নিহত ব্যারি হার্ডশোল্ডারে গাড়ি থামিয়ে তার গাড়ির জানালায় জমে থাকা ময়লা পরিস্কার করছিলেন।  অন্যদিকে প্রায় শত মাইল গতিতে একের পর এক গাড়িকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্যারিকে চাপা দেয় আলী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলি ইন্স্যুরেন্সবীহিন একটি বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পর আলীকে গ্রেফতারের সময় ড্রাইভিং সিটে থাকা ১৮ বছর বয়সী আরেক কিশোরকে আটক করে পুলিশ।

সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্যপ্রমানে আলিকে দোষি সাব্যস্ত করলেও সঙ্গে থাকা কিশোরকে ছেড়ে দেয় পুলিশ।

এ ঘটনায় গত ১৪ জুলাই উলিচ ক্রাউন কোর্টে নিজেকে দোষি বলে স্বীকার করেন আলি। আর সোমবার তার সাজার মেয়াদ ঘোষণা করা হয়।

আলিকে ৫ বছর সাত মাসের জেল দন্ড দিয়েছে আদালত। এছাড়া সাজা ভোগের পরবর্তী চার বছর ৯ মাসের জন্যে গাড়ি চালানোর (ড্রাইভিং) উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

Advertisement