সংবিধিবদ্ধ নসিহত
সময়ের উনুনে একটি কবিতাও যার সেদ্ধ হয় তিনিই কবি।
সময়ের উত্তাপে কলম থেকে যার দু ফোঁটা রক্ত ঝরে না
নপুংসক তিনি সময়ের জঞ্জাল।
নবীনদের বলছি;
কবিতা লেখার এখনই সময়,
কবিতা লেখার হাতেখড়ি হোক রাজপথে
কলমের কালিতে না হয় বুকের তাঁজা রক্তে।
পিষ্ট হবে ঘাতকের ট্রাকের চাকায়, বুটের নিচে।
অজস্র বুলেটে ঝাঁঝরা হবে বুক,
ধর্ষিত হবে, গুম হবে, খুন হবে,
তারপরও লিখে যেতে হবে কবিতা।
কবিতা লেখো ;
দেয়ালে দেয়ালে, পোষ্টারে পোষ্টারে,
স্কুল-কলেজ-বাস স্টপে, স্টিমার-ঘাটে-খেলার মাঠে।
বিমানবন্দর-স্টেডিয়াম-সুপার মার্কেটে-খোলা ময়দান-দপ্তরে দপ্তরে।
কবিতা লেখো ;
লং স্পেন ব্রীজের হাই ডেপথ গাডারে গাডারে।
কবিতা লেখো ;
রিমান্ড চেম্বার, টর্চার সেলের প্রতিটি কোণায়,
বন্দিশালার কঠিন দ্বারে!
কবিতা লেখো;
তোমার দিকে তাড়ে আসা প্রতিটি বুলেট, টিয়ারশেল,
পেটুয়া বাহিনীর চাপাতি রামদায়ে।
কবিতা লেখো ;
ষড়যন্ত্রীর নীলনকশায়।
কবিতা থামলেই থেমে যাবে বাংলাদেশ,
কবিতা থামলেই রুদ্ধ বাক স্বাধীনতা
কবিতা থামলেই বিপন্ন মানবতা
কবিতা থামলেই কোটি মানুষের আহাজারি
কবিতা থামলে মাথা চাড়া দেবে অজস্র অনাচার
কবিতা থামলেই পঙ্গপালের তাড়া
কবিতা থামলেই বিভীষিকা মহামারি
কবিতা থামলেই তোমার ফসল কেটে নেবে দুর্বৃত্ত।
সময়ের দহনে কবিতা চলবেই,
কবির কলম গর্ভবতী হবে সময়ের যাতনায় দ্রোহের তাপে,
অতএব, কবিতা থামবে না কখনোই।
কবিতা জন্মাবে সতত দ্রোহে বিদ্রোহে …