ক্যান্সার রোগি সেজে ফান্ড রেইজ প্রতারণা : ইংলিশ মহিলার ৩৩ মাসের জেল

ব্রিটবাংলা ডেস্ক : নিজে ক্যান্সার রোগি সেজে চিকিৎসার জন্যে আর্থিক সহায়তার কথা বলে প্রায় ৫০ হাজার পাউন্ড রেইজের পর হলিডে এবং বিলাসী জীবন যাপনে তা ব্যয়ের অভিযোগে কেন্টের এক মহিলাকে ২ বছর ৯ মাসের জেলন্ড দিয়েছে আদালত। বুধবার ক্যান্টারবারি ক্রাউন কোর্টে তার সাজার মেয়াদ ঘোষণা করা হয়।
আদালত জানিয়েছে, সাজাপ্রাপ্ত মহিলার নাম নিকোলা অ্যালকাব্বাস। তার বয়স ৪২ বছর। কেন্টের ব্রডস্টেয়ার্সের বাসিন্দা। তিনি এক সন্তানের মা এবং অভিজাত সুপারমার্কেট হ্যারডসের সাবেক ম্যানেজার।
আদালত জানিয়েছে, ২০১৮ সালে গোফান্ডমি ওয়েবসাইটে একটি পেইজ খুলেন নিকোলা। সেখানে তিনি হাসপাতালের বেডে শুয়ে থাকা নিজের একটি ছপি আপলোড করেন। তাতে তিনি লিখেন, তার একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে তিনি এখন হাসপাতালে শয্যাশায়ি। স্পেনের একটি হাসপাতালে তিনি উন্নত চিকিৎসা নিচ্ছেন। তার তিনটি বড় ধরনের অপারেশন এবং ৬টি ক্যামোথ্যারাপি নিতে হবে। এ জন্যে তার বিশাল অংকের আর্থিক সহযোগিতার প্রয়োজন।
অনলাইনে তার এই ক্রাউড ফান্ড রেইজের ক্যাম্পেইনটি স্থানীয় হাসপাতালের একজন ডাক্তারের চোখে পড়ার পর তিনি সন্দেহবশত বিষয়টি পুলিশকে অবহিত করেন। কারণ এই ডাক্তার নিজে কেন্টের একটি হাসপাতাল থেকে নিকোলাকে ছাড়পত্র দিয়েছিলেন। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। তিনি স্পেনে যে হাসতাপালের কথা বলেছেন, সেই হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করে পুলিশ। তারা নিকোলা নামে কোনো রোগিকে সেবা দেয়নি বলেও নিশ্চিত করে।

মূলত ২০১৭ সালের নভেম্বরে কেন্টের মারগেইটে স্পেন্সার প্রাইভেট হাসপাতালে পিত্তথলির ছোট্ট একটি অপারেশন করানোর সময় এই ছবিটি তুলেছিলেন নিকোলা।
অনলাইনে ফান্ডরেইজের পাশাপাশি তিনি স্থানীয় একটি বক্সিংক্লাবে বক্সিং প্রতিযোগিতার মাধ্যমে ফান্ড রেইজ করেন। তাতে তার আহ্বানে সারা দিয়ে ক্লাবের পুরনো সদস্যরা বিণা পারিশ্রমিকে প্রতিযোগিতায় অংশ নেন।
আদালত জানিয়েছে, নিকোলা ফান্ড রেইজিংয়ের অর্থ দিয়ে বার্সেলোনা এবং রোমে বিলাসী হলিডে কাটিয়েছেন। প্রায় ৪ হাজার পাউন্ডের বক্স কিনে টুটেনহ্যাম হটস্পটে জুয়া খেলেছেন। ২০২০ সালের নভেম্বরে তাকে আদালতে দোষি সাব্যস্ত করা হয়। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। তবে আদালতে বিচার চলাকালীন সময়ে স্থানীয় এমপিকে দিয়েও সামাজিক মাধ্যমে তার নিজের পক্ষে কথা বলাতে সমর্থ হন নিকোলা।
বুধবার আদালতে তার সাজার মেয়াদ ঘোষণার সময় তাকে নিয়ে সামাজিক মাধ্যমে তার পক্ষে ক্যারোলাইন হ্যারিস এমপির মন্তব্যের কথা উল্লেখ করেন বিচারক।
এদিকে গোফান্ডমি ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালে নিকোলার বিরুদ্ধে পুলিশী তদন্ত শুরু হওয়ার সাথে সাথে অনলাইন দাতাদের অর্থ ফেরত দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement