ব্রিটবাংলা ডেস্ক : পরিবেশবাদী ক্যাম্পেইনারকে ঘাড় ধরে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়ার অভিযোগে ফরেন অফিস মিনিস্টার মার্ক ফিল্ডকে মন্ত্রী পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লন্ডন ম্যানশন হাউসে দ্যা সিটি অব লন্ডন করপোরেশনের এক অনুষ্ঠানে চ্যান্সেলার ফিলিপ হ্যামন্দ বক্তব্য প্রদানের সময় জলবায়ূ বিষয়ক এক মহিলা ক্যাম্পেইনারকে সেখান থেকে ঘাড় ধরে বের করেন ফরেন অফিস মিনিষ্টার।
অনুষ্ঠানে রাজনীতিক এবং ব্যবসায়ীসহ সাড়ে ৩শ অতিথি ছিলেন। এতে ক্লাইমেট ইমার্জেন্সি লেখা, লাল পোষাক পরে অন্তত ৪০ জন মহিলা ম্যানশন হাউসে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এরমধ্যে একজন মহিলা ক্যাম্পেইনার মূল মঞ্চের কাছে যাওয়ার চেস্টা করলে তাকে ঝাপটে ধরেন ফরেন অফিস মিনিষ্টার মার্ক ফিল্ড। এরপর মহিলাকে ঘার ধরে বের করে দেন তিনি। এই ভিডিও চিত্রটি প্রকাশের পরপরই গণ ও সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। ভিডিও চিত্রটি প্রধানমন্ত্রী থেরিজা মে নিজেও দেখেছেন। এরপরই ফরেন অফিস মিনিস্টারের পদ থেকে মার্ক ফিল্ডকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করছে সিটি অব লন্ডন পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফরেন অফিস মিনিষ্টারের পদ থেকে মার্ক ফিল্ড বরখাস্ত থাকবেন বলে জানিয়েছে কনজারভেটিভ পার্টি। যদিও এই ঘটনার জন্যে মার্ক ফিল্ড দু:খ প্রকাশ করেছেন।
ক্যাম্পেইনারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেন ব্রিটিশ মন্ত্রী
Advertisement