টাওয়ার হ্যামলেটসে এক তরুন এসিড হামলার শিকার : Man sprayed with ‘noxious substance’ in Limehouse

ব্রিটবাংলা ডেস্ক : বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের লাইম হাউসে রোববার এসিড হামলার ঘটনা ঘটেছে। ২০ বছর বয়সী এক তরুন এসিড হামলার শিকার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে লাইম হাউসের ফ্রান্সেস ওয়ার্ফ এলাকার হার্লি হাউসের সামনে এই ঘটনা ঘটে। এসিড হামলার শিকার তরুন তার মোবাইল সেট বিক্রির জন্যে টেলিফোনে দুজনের সঙ্গে যোগাযোগের পর তারা হার্লি হাউসে আসে মোবাইল কিনতে। তাদেরকে মোবাইল দেখানোর সময় সম্ভাব্য মূল ক্রেতা মোবাইল বিক্রেতার মুখে এসিড নিক্ষেপ করে মোবাইল নিয়ে যায় বলে অভিযোগ করেন হামলার শিকার তরুন।

এসিড হামলার শিকার তরুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা ঝুকিমক্ত।

টাওয়ার হ্যামলেটসের গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে কাউকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ, মেট পুলিশের তথ্য অনুযায়ী এসিড হামলার দিক থেকে গ্রেটার লন্ডনের অন্যান্য বারাব চাইতে টাওয়ার হ্যামলেটস দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০১৫ সালের জানুয়ারী থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে প্রায় ১ হাজারের বেশি এসিড হামলার ঘটনা ঘটেছে।

A young man had ‘acid’ sprayed at his face in Limehouse by two men he arranged to meet to sell his mobile phone.

The victim, aged in his 20s, was found injured after the suspected noxious substance attack when officers were called to Harley House, in Frances Wharf, shortly before 5.30pm on Sunday.

One of the suspects, who claimed to be the buyer, attacked him and made off with the phone, he said.

The victim was taken to an east London hospital where he remains in a stable condition.

Detectives from Tower Hamlets are investigating with no arrests made so far.

The borough has the second highest rate of acid attacks of any London borough, Metropolitan Police data show.

According to the figures, nearly 100 violent offences involving corrosive fluids took place in the borough between January 2015 and October last year.

Advertisement