টোকিও অলিম্পিকে যেতে বিদেশি অতিথিদের নিষেধাজ্ঞা

ব্রিট বাংলা ডেস্ক : বিশ্বজুড়ে ফের প্রকোট আকার ধারণ করছে করোনাভাইরাসের সংক্রমণ। মহামারি এ প্রাদুর্ভাব এড়াতে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকে বিদেশি অতিথিদের যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার এক প্রেস ব্রিফিংয়ে আয়োজক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিরো মুতো জানিয়েছেন, পিছিয়ে যাওয়া ২০২০ সালের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকে কোনো বিদেশি অতিথি আসতে পারছেন না। করোনার সংক্রমণ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সব অংশগ্রহণকারী এবং জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। অলিম্পিকের জন্য ছয় লাখ এবং প্যারালিম্পিকের জন্য কেনা তিন লাখ বিদেশি নাগরিকের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।

টিকিটের অর্থ ফেরতের বিষয়টিকে ‘সবার জন্যই বড় ত্যাগ’ বলে আখ্যায়িত করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ।

আগামী ২৩ জুলাই থেকে পর্দা উঠবে আন্তর্জাতিক ক্রীড়াযজ্ঞ টোকিও অলিম্পিকের। আর ২৪ আগস্ট থেকে শুরু হবে প্যারালিম্পিক।

এবারের আয়োজনে বিশ্বের ২০০ দেশ থেকে ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের অংশগ্রহণের কথা রয়েছে।

Advertisement