ব্রিটবাংলা রিপোর্ট:বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লন্ডন থেকে আজ সকালে বাংলাদেশে পৌচেছেন বলে যুবলীগের একজন নেতা ব্রিটবাংলা কে জানিয়েছেন ৷
উল্লেখ্য অনেক দিন যাবত তিনি লন্ডন অবস্থান করছিলেন৷ এবং সম্প্রতি তিনি স্থায়ী ভাবে বসবাসের সুযাগ পান ৷
গত সপ্তাহে প্রধান মন্ত্রীর উপস্থিতিতে লিষ্টে নাম না থাকলেও তিনি বক্তব্য রাখেন ৷ এবং এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্য বিরক্তি প্রকাশ করেন ৷
প্রধানমন্ত্রীর সংবর্ধনায়, ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, সিদ্দিকী নাজমুল আলম, বক্তব্য রাখায় নাখোশ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডনে প্রধানমন্ত্রীকে দেয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের মাঝখানে হঠাৎ করেই, লন্ডনে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিকী নাজমুল আলমের নাম ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
তিনি মঞ্চে বসেই তাৎক্ষণিক হাতের ইশারায় জানতে চান, সে কিভাবে এখানে এলো। কে বক্তব্যের সুযোগ দিয়েছে নাজমুলকে।
প্রধানমন্ত্রী সঞ্চালককে কাছে ডেকে নিয়ে জানতে চান, নাজমুল কিভাবে এখানে আওয়ামী লীগের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ পেলো।
ব্রিটবাংলা এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে ৷
তার বিরুদ্ধে বাংলাদেশের ফার্মারস ব্যাংকের সাথে জড়িত থাকা এবং বিভিন্ন কেলেংকারীর বিষয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ৷ যদিও তিনি এর প্রতিবাদ করেছেন ৷