এহসানুল ইসলাম চৌধুরী শামীম: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ব্রিটেনের নর্থথাম্পটনে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে রবি বার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
দিনের শুরুতেই নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুরু হয় ঈদের অনুষ্ঠানিকতা।
ছুটির দিন থাকায় স্কুল -কলেজ বন্ধ থাকায় মানুষ দলে দলে ছুটে এসেছেন ঈদের নামাজে।
শিশু কিশোর সহ সব বয়সের মানুষেের মিলন মেলায় পরিনত হয়।নর্থাম্টনের বিভিন্ন ঈদের নামাজ।
নর্থাম্পটনের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় আল জামাত উল মুসলিমিন অফ নর্থাম্পটন জামে মসজিদে সকাল ৯ টায় ও ২য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০ টা ৩০ মিনিটে।এছাড়া বায়তুল মামুর জাম মসজিদ,আবিংটন জামে মসজিদ,সেন্ট্রাল মসজিদ ও ওয়ালিংবরা শাহজালাল জামে মসজিদে ও একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
কারো কারো কাছে বাড়তি আকর্ষন ছিল বাংলাদেশের নিয়মে খোলা মাঠে ঈদের জামাত।
রেসকোস পার্কে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।মিসফাক আহমদ ব্রিট বাংলাকে বলেন খুলা মাঠে ঈদের নামাজ পড়া আলাদা আনন্দ।
মনে হয় আমি বাংলাদেশে আছি।
নামাজ শেষে সকল মুসলমাদের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
নর্থথাম্পটনের বাংলাদশীরা অনেকটা দেশের আমেজে ঈদ করেছেন।তবে যারা কাজ থেকে ছুটি পাননি তাদের ঈদ ছিল সাদামাটা।
কমিউনিটির বড় একটা অংশ রেস্টুরেন্টে কাজ করে থাকেন।ফলে অনকেই ঈদের দিন নামাজ শেষ করে ছুটেছেন কাজে।
রিয়াজ মিয়া, ব্রিট বাংলা কে বলেন আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি ঈদের দিন ছুটি পাইনাা।তাই পরিবারের সাথে ঈদের দিন সময দিতে পারি না।তাই আগামীতে আমরা আশা করি ঈদের দিন রেস্টুরেন্ট মালিকরা বন্ধ রাখবেন রেস্টুরেন্ট।
ACB#@