নর্থাম্পটনে মৌলভীবাজার ডিসস্ট্রিক এসোসিয়েশনের ঈদ পুর্ণমিলনী

এহসানুল ইসলাম চৌধুরী শামীম: বর্ণাঢ্য আয়োজনে ও বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, নারী-পুরুষ ও শিশু কিশোরদের উপস্থিতিতে প্রথম বারের মত অনুষ্ঠিত হল মৌলভীবাজার ডিসস্ট্রিক এসোসিয়েশনের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান।

রোববার নর্থাম্পটনের এনবি এর একটি হলে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে শিশু-কিশোর ও নানান বয়সীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, হাতে মেহেদী ও ম্যাজিক শো।
এ ধরনের ঈদ অনুষ্ঠান উদযাপনে আগতরা উৎসবে অংশ গ্রহন করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান।
মৌলভী বাজার এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হারুনের সভাপতিতে ও সেক্রেটারী সৈয়দ মামুন আলীর পরিচালনায় পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনায় অংশ নেন আতাউর রহমান,আবু বক্কর হেলাল,আব্দুল সালাম,সুয়েব রহমান ও শাব্বির আহমদ সহ আরো অনেকেই।


আয়োজকরা এ ধরনের অনুষ্ঠানের মাধ্যেমে নিজেদের ও ব্রিটেনের বেড়ে উঠা তাদের শিশু কিশোরদের মাঝে সামাজিক ও ধর্মীয় এবং কৃষ্টির সাথে পরিচয় ঘঠাবে বলে মনে করেন।

ACB#@

Advertisement