পুরনো এক পাউন্ডি কয়েন সোমবার থেকে অচল : Race on to spend old £1 coins

ব্রিটবাংলা রিপোর্ট : ইউকের পুরনো গোলাকার এক পাউন্ডের কয়েন সোমবার থেকে আইনত অচল হয়ে যাবে। সোমবারের পর থেকে ব্যবসায়ীরা ইচ্ছে হলে পুরনো এক পাউন্ডি কয়েন রাখতে পারেন, না রাখলে তাতে কোন আইনি বিপত্তি থাকবে না। তবে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্রিসমাস পর্যন্ত পুরনো পাউন্ডি কয়েন নেবে বলে ইতোমধ্যেই ঘোষনা দিয়েছে।

এদিকে পুরনো পাউন্ডি কয়েন ফিরিয়ে দিতে দোকান এবং ব্যাংকগুলোতে সাধারণ মানুষের লাইন পরেছে বলে জানা গেছে।

গত মার্চে ১২ কোনার নতুন এক পাউন্ডি কয়েন বাজারে এসেছে। তবে এখনো বাজারে অর্থাৎ পাবলিকের হাতে প্রায় ৪৫০ মিলিয়ন পুরনো এক পাউন্ডি কয়েন রয়ে গেছে বলে জানা গেছে। এক পাউন্ডের কাগুজে নোটের বদলে ১৯৮৩ সালের ২১ মার্চ এই কয়েন বাজারে ছাড়া হয়েছিল।

Race on to spend old £1 coins

Shoppers have the weekend to spend their old round £1 coins before they are officially withdrawn, but many shops will go on accepting them.
Businesses can refuse to take them from Monday when they will no longer be legal tender.
It is estimated that up to 450 million of these coins are still in the public’s hands despite the new 12-sided coin entering circulation in March.
Some supermarkets and other stores said they would give shoppers some grace.
The latest is The Entertainer toyshop chain, which said it would continue to accept round £1 coins until Christmas.

The round £1 coins were launched on April 21, 1983, to replace £1 notes. The Royal Mint has produced more than two billion round pound coins since that time.

Advertisement