ব্রিটবাংলা ডেস্ক : ভাড়া বা রেন্ট নিয়ে যারা এখনো টাওয়ার হ্যামলেটসে এসে বসবাসের স্বপ্ন দেখছেন তাদের জন্যে এটি নির্ঘাত দু:সংবাদ। কারণ পুরো ইংল্যান্ডের মধ্যে টাওয়ার হ্যামলেটসে ঘর ভাড়া সবচাইতে বেশি। দ্যা ভ্যালুয়েশন অফিস এজেন্সির তথ্য অনুযায়ী, ২০১৭ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চের ভেতরে টাওয়ার হ্যামলেটসে প্রতি এক বেড রুমের একটি ঘর বা বাড়ির প্রতি মাসের গড় ভাড়া ছিল ১ হাজার ৬শ ১০ পাউন্ড। আর তিন বেড রুমের ঘর বা বাড়ির ভাড়া ছিল মাসে ২ হাজার ১শ ৬৭ পাউন্ড। একই সময় লন্ডনে গড়ে এক বেড রুমের একটি ঘর বা বাড়ির ভাড়া ছিল ১ হাজার ৪শ পাউন্ড। লন্ডনের বাইরে দেশের অন্যান্য এলাকায় একই সময়ের ভেতরে এক বেড রুমের গড় ভাড়া ছিল মাত্র ৬শ ৭৫ পাউন্ড।
জেনারেশন রেন্ট-এর ডাইরেক্টর ডন উইলসন ক্রো মনে করেন, শক্তিশালি জব মার্কেটের ফলে যারা এই এলাকায় বসবাস করতে চাচ্ছেন, তাদেরকে উচ্চমূল্যের এই রেন্ট পরিশোধ করতে হচ্ছে। সুতরায় ভাড়াটেরা এক রকম বাধ্য হয়েই উচ্চমূল্যের ভাড়া পরিশোধ করছেন বলে মনে করেন তিনি। তার মতে, যেসব এলাকায় ভাড়া কম সেসব এলাকায় আবার জবের মার্কেট এতো শক্তিশালি নয়। একই সঙ্গে একটু দূরে গিয়ে বসাবস করে লন্ডনে চাকুরী করতে গেলে ট্রান্সপোর্ট কস্টও গুণতে হয় চাকুরীজীবিদের।
If you’re a tenant looking for a home in Tower Hamlets we have bad news – figures claim the borough has some of the highest rents in England.
According to data from the Valuation Office Agency, the average monthly rent for a one-bedroom flat in Tower Hamlets, between April 2017 and March 2018, was £1,610.
This compares to a London average of £1,400 while across the country it is a mere £675.
If you’re after a three-bedroom flat or house you need to dig even deeper into your pockets with the average monthly rent at £2,167.
Dan Wilson Craw, director of pressure group Generation Rent, said: “Renters are in a bind. If they choose to live where there’s a strong jobs market they might see their pay packet gobbled up by high rents.
“If they live somewhere cheaper, either there’s a risk that it’s harder to find a stable job or they pay for it in higher commuting costs.”#ELA#