বৃটেনে বঙ্গালীর ঐতিহ্যের স্মারক বাংলাদেশ ক্যাটারারর্স এসোসিয়েশন (বিসিএ) এর কার্য্যক্রমকে আরো গতিশীল করতে ক্যাটারারর্স নেতা সাইফুল আলকে প্রেসিডেন্ট ফিরুজুল হককে সেক্রেটারী এবং এ.কে. চৌধুরীকে ট্রেজারার করে ২১ সদস্য বিশিষ্ট ইষ্ট অব ইংল্যান্ড রিজিওন ওয়ানের নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর লুটনের একটি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাটারারর্স নেতা ফজল উদ্দিন, মোজাহিদ চৌধুরী ও মিঃ সোলায়মান
বিসিএ ইষ্ট অব ইংল্যান্ড রিজিওন ওয়ানের নব নির্বাচিত কর্মকর্তারা হলেন প্রেসিডেন্ট সাইফুল আলম, ভাইস প্রেসেেিডন্ট জিয়া আলী, ভাইস প্রেসিডেন্ট মালিক উদ্দিন, সেক্রেটারী ফিরুজুল হক, জয়েন্ট সেক্রেটারী সাফওয়ান চৌধুরী, ট্রেজারার এ.কে. চৌধুরী, জয়েন্ট ট্রেজারারর শাহাব উদ্দিন, অর্গেনাইজিং সেক্রেটারী হুমায়ুন রশিদ, মেম্বারশীফ সেক্রেটারী সিদ্দিকুর রহমান জয়নাল, পারলিকেশন সেক্রেটারী ছুরুক মিয়া, কার্য্যকরী কমিটির সদস্যরা হলেন বশির আহমদ চৌধুরী, সুরুক মিয়া, ফরহাদ আহমদ, নজরুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা, বজলুর রশিদ ছালিম, শরীফ চৌধুরী, তাহির উল্লাহ খান, আবু বক্কর সিদ্দিক, আকলিছ মিয়া ও মন্নান চৌধুরী। নির্বাচন প্রত্যক্ষ করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বজলুল রশিদ এমবিই, সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার, বর্তমান প্রেসিডেন্ট কামাল ইয়াকুব সাবেক সেক্রেটারী এম এ মোনিম বর্তমান সেক্রেটারী অলি খান সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন কমিটির সফলতা কামনা করেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারী টেজারার সহ সকলে অভিনন্দন জানান। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিতদের ফূল দিয়ে বরন করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফুল আলম বলেন দীর্ঘ দিন যাবাত ক্যাটারারর্স এর সাথে আছি কেন্দ্রীয় কমিটির অর্গেনাইজং সেক্রেটারী হিসেবে সংগঠনকে গতিশীল করতে কাজ করেছি এখন দায়িত্ব আরো বেড়ে গেল এই রিজিওনটি হচ্ছে সব চাইতে বড়, আমি রিজিওন ওয়ানকে এমন একটি পর্য্যায়ে নিয়ে যেতে চাই যা অন্যদের জন্যে দৃষ্টান্ত হয়ে থাকবে, এতে প্রয়োজন আপনাদের সকলের দোয়া এবং সহযোগীতা
ACB@17