বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র কমিটি গঠন

গত ২৯ এপ্রিল সোমবার রাতে পূর্ব লন্ডনের গ্রান্ড রসইতে অনুষ্ঠিত বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সমিতির প্রতিষ্ঠাতাকালীন কমিটির অন্যতম সদস্য হাজী মোহাম্মদ রহিম উদ্দিনের সভাপতিত্বে এবং সমিতির সহ সভাপতি দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের চীফ ট্রেজারার মামুন রশীদ, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ ময়নুল হক, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, সাবেক ছাত্রনেতা কবির মাহমুদ, আব্দুল মুকিত খান মুক্তা, সমিতির নির্বাহী সদস্য আলী আহমেদ বেবুল, আকরম আলী, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হার সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন, কোষাধ্যক্ষ আতিক হোসেন, মোহাম্মদ আবু বকর খসরু, জসিম উদ্দিন, জাকির হোসেন, খায়রুল ইসলাম আলীম, আবু আহমদ সরওয়ার, শামীম আহমদ, ইকবাল হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ শাহিদুল ইসলাম শিমু, মোহাম্মদ আব্দুল আলীম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জুবের আহমদ, কামরুল হোসেন মুন্না, বাহার উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া মাহমুদ, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ খালেদ আহমদ ডালিম, মোহাম্মদ সেলিম উদ্দিন, অপু, আবু সুফিয়ান ও তাহের আহমদ।

সভায় বক্তারা বলেন, দেশ-বিদেশে বিয়ানীবাজার উপজেলাবাসীর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আশাবাদী, নবগঠিত কমিটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করবে। তারা কমিটির অব্যাহত সাফল্য কামনা করে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তাছাড়া বক্তারা সকলের কাছে গ্রহণযোগ্য ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তিদের দিয়ে কমিটির রূপরেখা প্রণয়ন করায় সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement