বোরকা নিয়ে অাপত্তিজনক মন্তব্যে ক্ষমা চাইতে নারাজ বরিস : Boris Johnson ‘won’t apologise’ for burka comments

ব্রিটবাংলা ডেস্ক : বোরকা পরা মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসন। তীব্র সমালোচনার মুখেও তার মন্তব্যের জন্যে এপোলজি করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

রোবকা বা নেকাবে পুরো মুখ ঢাকা মহিলাদের দেখতে হাস্যকর লাগে বলেও মন্তব্য করেন কট্টর ব্রেক্সিটার বরিস জনসন

টোরির সাবেক লন্ডন মেয়র ও গতমাসে পদত্যাগি ফরেন সেক্রেটারী বরিস জনসন দৈনিক টেলিগ্রাফে তাঁর এক কলামে, বোরকা পরা মহিলাদের দেখতে অনেকটা লেটার বক্সের মতো লাগে বলে মন্তব্য করেছেন। বোরকা পরা মহিলাদের ব্যাঙ্ক ছিনতাইকারীদের সঙ্গেও তুলনা করেন বরিস জনসন। তার সার্জারিতে গেলে মুখের নেকাব সরিয়ে যাওয়ার জন্যেও বলেছেন তিনি। এছাড়াও স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে বোরকা বা নেকাব নিষিদ্ধের আহ্বানও জানিয়েছেন কট্টর ব্রেক্সিট সমর্থক বরিস জনসন।

টেলিগ্রাফে কলাম প্রকাশের সাথে সাথে গতকাল থেকেই প্রতিবাদের ঝড় উঠে। তীব্র প্রতিবাদ জানিয়েছে, লেবার, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এবং টোরির মুসলিম উইংস। দাবী উঠে ক্ষমা চাওয়ার।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ব্রান্ডন লুইস এবং বৃটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে এবং সাবেক কেবিনেট সেক্রেটারী ব্যারোনেস ওয়ার্সির পক্ষ থেকেও ক্ষমা চাওয়ার জন্যে বরিস জনসনের প্রতি আহ্বান জানানো হয়। তবে বরিস ক্ষমা চাওয়ার আহ্বান উড়িয়ে দিয়ে নিজের পক্ষেই সাফাই গেয়েছেন। বোরকা এবং নেকাব বৃটিশ সমাজে একটি বিদ্যমান সমস্যা বলে এ নিয়ে কথা বলার জন্যে বরং তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

 

Boris Johnson has stood by his remarks about the burka after the Conservative Party chairman told him to apologise.

The former foreign secretary has been criticised for saying Muslim women wearing burkas “look like letter boxes” and comparing them to “bank robbers”.

PM Theresa May has backed calls for Mr Johnson to apologise, saying the remarks have “clearly caused offence”.

But a source close to Mr Johnson said he “won’t be apologising”, adding it was “ridiculous” to attack his views.

“We must not fall into the trap of shutting down the debate on difficult issues,” the source added.

“We have to call it out. If we fail to speak up for liberal values then we are simply yielding ground to reactionaries and extremists.”

Mr Johnson’s remarks, in a Daily Telegraph article, have provoked criticism from Muslim groups, some Tory MPs and opposition parties.

In the article, Mr Johnson said full-face veils should not be banned but looked “ridiculous”.

However, the founder of the Conservative Muslim Forum said the remarks would harm community relations.

Advertisement