ব্রিটিশ বাংলাদেশী মালিকানাধীন রেস্টূরেন্ট ও টেইকওয়ের সংখ্যা নিয়ে বিতর্ক!

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটেনে বাংলাদেশী মালিকানাধীন রেস্টূরেন্ট ও টেইকওয়ের সংখ্যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে! নানান সংকটে প্রায় প্রতি সপ্তাহে ব্রিটিশ বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট ও টেইকওয়ে বন্ধ হচ্ছে বলে ক্যাম্পেইন হলেও এর সংখ্যা এবং বার্ষিক টার্নওভারের কোনো পরিবর্তন হচ্ছে না গত কয়েক বছর ধরে। এ নিয়ে ব্রিটিশ রাজনীতিবিদদের কেউ কেউ কথাও বলতে শুরু করেছেন। অবশ্য বিসিএ-এর সেক্রেটারী জেনারেল বলেছেন, কারি হাউস একটা বন্ধ হলেও বাংলাদেশী মালিকা আরেকটা চালু হচ্ছে। আর ২০০৮ সালের পরিসংখ্যান অনুযায়ী এখনো বলা হচ্ছে ১২ হাজার। তাহলে বর্তমান সংখ্যা কতো? প্রিয় পাঠক এ নিয়ে চ্যানেল এসের হেড অব নিউজ কামাল মেহেদী একটি রিপোর্ট করেছেন। নিচের লিংকে ক্লিক করে সেই নিউজটা দেখলে অনেকাংশে এর উত্তর জানা যাবে।

Advertisement