ব্রেক্সিট ট্রেইড ডিল না হলে খাদ্যদ্রব্যের দাম বাড়বে : No-deal Brexit could result in an average 22% tariff

ব্রিটবাংলা রিপোর্ট : বানিজ্যিক চুক্তি ছাড়া ইরোপিয় ইউনিয়ন ত্যাগ করলে ইউকেতে খাদ্যদ্রব্যের দাম প্রায় ২২ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে সুপার মার্কেট সেইন্সবারি। তবে ট্রান্সপোর্ট সেক্রেটারী বলেছেন, এমন কোনো সম্ভাবনা নেই। ব্রেক্সিটের আগে অবশ্যই বিজনেস ডিল হবে ইইউর সঙ্গে। আর না হলে ইউকের ফার্মগুলোতে খাদ্য উৎপাদন বাড়ানো হবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে লেবার পার্টি বলছে, কোনো ধরনের বাণিজ্যিক চুক্তি ছাড়া ব্রেক্সিট মেনে নেওয়া হবে না।

খারাপ চুক্তির চাইতে চুক্তি একেবারেই না হওয়াই ভালো। ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে রাজনীতিকরা এমন কথাই বলছেন। কিন্তু সুপার মার্কেট সেইন্সবারি রোববার সতর্ক করেছে বাণিজ্যিক চুক্তি ছাড়া ইরোপিয় ইউনিয়ন ত্যাগ করলে ইউকেতে খাদ্যদ্রব্যের দাম ২২ শতাংশ বেড়ে যেতে পারে। যদিও ট্রান্সপোর্ট সেক্রেটারী ক্রিস গেইলিং বলেছেন, এমনটি হবার কোনো সম্ভাবনা নেই। আর হলে বৃটিশ খামারগুলোতে খাদ্যদ্রব্য উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে বন্ধু দেশগুলো থেকে খাদ্যদ্রব্য আসবে।

এতে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া আছে লিভ এবং রিমেইন ক্যাম্পেইনারদের মধ্যে। লিভ ক্যাম্পেইনারদের দৃঢ় মত, একটু বেশি অর্থ ব্যয়ে খাবার কিনতে তাদের আপত্তি নেই। তবুও ইইউ থেকে বের হয়ে আসা উচিত। অন্যদিকে রিমেইন ক্যাম্পেইনারদের মতে, এটা হবে দেশের অর্থনীতির জন্যে আত্মঘাতি সিদ্ধান্ত।

ব্রেক্সিট ট্রেইড ডিল না হলে শুধু খাদ্যদ্রব্য নয় স্থল এবং আকাশ পথেও বিপত্তি বাড়বে ইউকের। যদিও ট্রান্সপোর্ট সেক্রেটারী এসব আশঙ্কা উড়িয়ে দিয়ে বেশ দৃঢ়তার সাথেই বলেছেন চুক্তি অবশ্যই একটা হবে।

এদিকে ব্রাসেলসে থমকে গেছে ব্রেক্সিট আলোচনা। বৃটিশ সরকার বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী হলেও ইইউ বলছে, ডিভোর্সের প্রক্রিয়া আগে পুরোপুরি সম্পন্ন হতে হবে। পরিশোধ করতে হবে ডিভোর্স বিল। তারপর অন্য আলোচনা। সরকারের পক্ষ থেকে নো ডিলের সম্ভাবনা উড়িয়ে দিলেও/ কোনো ধরনের চুক্তি ছাড়া ইইউ ত্যাগের বিপক্ষে শক্তিশালি অবস্থানে যাচ্ছে লেবার। শেডো চ্যান্সেলার জানিয়েছেন, সরকার ডিলের পুরো বিষয় খোলাসা না করলে তারা অন্যান্য পার্টির সহযোগিতা নিয়ে প্রয়োজনে ব্রেক্সিট ডিল আটকে দেবেন। তবুও দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলতে দিবেন না।
২০১৯ সালের মার্চের ভেতরে ইইউ ছাড়তে হবে। কিন্তু ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে ইউকের বানিজ্যিক সম্পর্ক কেমন হবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
no-deal Brexit could result in an average 22% tariff

British farmers would produce more food themselves in the event of the UK leaving the EU without a trade deal, a cabinet minister has suggested.

Transport Secretary Chris Grayling was responding to industry claims that food prices could rise sharply in the event of a no-deal Brexit.

If this happened, he said the UK would respond by “growing more here and buying more from around the world”.

Labour said his comments amounted to telling people to “dig for no deal”.

The National Farmers Union has argued Brexit is an opportunity to “reverse the downward trend” in the UK’s self-sufficiency in food but insisted this should not be done by “closing off markets”.

Mr Grayling’s comments comes amid fresh warnings from supermarket bosses that the UK leaving the EU in March 2019 without at least the outline of a future trade partnership would be bad for British consumers.

Sainsbury’s chairman David Tyler told the Sunday Times that a no-deal Brexit could result in an average 22% tariff on all EU food bought by British retailers.

The British Retail Consortium has said this could translate into a minimum 9% rise in the cost of tomatoes, 5% for cheddar and 5% for beef, while warning the figures could actually be much higher.

Agricultural products are one of the UK’s most important exports while the UK sources roughly 70% of the food it imports from the EU, leading to claims that items could “rot” at the border if there are hard customs checks or supply chains are disrupted after Brexit.

Advertisement