‘মাস্ক না পরলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে’

স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট-দোকানপাট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের তিনি এ কথা জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি জরিমানা করা হবে।তিনি বলেন, আজ (৩ মে) থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেবো।মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, শহরের মধ্যে গাড়ি খুলে দেওয়া হবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Advertisement