স্পেনে নাবিকদের দেহে মিলল করোনার ভারতীয় স্ট্রেইন

ভয়াবহ মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসের ভারতীয় স্ট্রেইন প্রথমবারের মতো স্পেনে শনাক্ত হয়েছে।পর্তুগাল সীমান্তের কাছাকাছি স্পেনের শহর গালিসিয়ায় অবস্থিত দেশটির বৃহত্তম মৎস্যবন্দর পোয়ের্তো দে ভিগোতে প্রথম কোভিড-১৯ এ পরিবর্তিত ভাইরাসটি শনাক্ত করা হয়।গত ২ মে সকালে যুক্তরাজ্য থেকে এই বন্দরে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজের ক্রুদের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।কার্গো জাহাজে থাকা ২২ জন ক্রুর অধিকাংশই ভারতীয় ছিল বলে জানা গেছে।এ জন্য বন্দর কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে এসব ক্রুকে পর্যবেক্ষণ করে।নাবিকদের নমুনা পরীক্ষা করে তিনজনের ভারতীয় স্ট্রেইনের করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্যানুসারে তারা শারীরিকভাবে উন্নতির দিকে।বর্তমানে কর্তৃপক্ষ জাহাজটিকে লকডাউনের আওতায় রেখেছে এবং আগামী ১০ মে পর্য়ন্ত এই লকডাউন বলবৎ থাকবে।তবে জাহাজ কর্তৃপক্ষ চাইলে কোনো হোটেলে হোম কোয়ারেন্টিন করার অনুমতি দেবে বলেও জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।

Advertisement