ব্রিট বাংলা ডেস্ক :: মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে রাজধানী নেপিডোর রাস্তায় আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভে জলকামান ছুঁড়েছে দেশটির পুলিশ।
তৃতীয়দিনের মতো দেশটিতে বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার বিক্ষোভকারী সু চিসহ আটককৃত নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন। সেইসঙ্গে গণতন্ত্র ফিরে আনার আহ্বান জানান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গন এবং মান্দালায় জড়ো হয়েছেন। এই বিক্ষোভকে দেশটির এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে।
বিবিসির বার্মিজের খবরে বলা হয়েছে, সোমবার সকালে নেপিডোতে হাজার হাজার মানুষ জড়ো হওয়া ছাড়াও বিভিন্ন শহরে উল্লেখযোগ্য মানুষ বিক্ষোভে নেমেছে।
বিক্ষোভে দেশটির শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছে। প্রায় এক হাজার শিক্ষক ইয়াঙ্গনে মার্চে নেমেছে।
২৮ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী বলেন, আজ কাজের দিন কিন্তু আমরা কাজে যাচ্ছি না, এমনকি বেতন কাটলেও না।