ম্যানচেস্টারে আত্মঘাতি বোমা হামলায় হতাহতরা জনপ্রতি দু’শ ৫০ হাজার পাউন্ড পাবেন : Manchester attack victims to be given £250,000 each

ব্রিটবাংলা রিপোর্ট : ম্যানচেস্টার এরিনায় আত্মঘাতি বোমা হামলায় ক্ষতিগ্রস্তরা জনপ্রতি দু’শ ৫০ হাজার পাউন্ড করে পাবেন। গত ২২শে মের এই হামলায় ২২জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারকেও সমান অর্থ দেওয়া হবে। ‘উই লাভ ম্যানচেস্টার এমার্জেন্সি ফান্ড’ এ পাবলিকের দানকৃত অর্থ থেকে সবাইকে এই সহযোগিতা প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ফান্ডে প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড সংগৃহীত হয়েছে।

More news about manchester attack

One Love Manchester: সঙ্গীতে শোক কাটালেন ম্যানচস্টারবাসী

ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ নিহত : আহত ৫৯

ম্যানচেস্টার এরিনায় সন্ত্রাসী হামলায় আহত হয়ে যারা হাসপাতালে এক সপ্তাহ বা তারো বেশি সময় ছিলেন তারা এরিমধ্যে জনপ্রতি ৬০ হাজার পাউন্ড করে পেয়েছেন। অন্যদিকে যারা সাত রাতের কম সময় হাসপাতালে ছিলেন, এরকম প্রায় ৯৬ জন জনপ্রতি পেয়েছেন সাড়ে ৩ হাজার পাউন্ড করে। সবাইকে ফান্ড থেকে বাকী অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন ফান্ডের চেয়ারম্যান।

ম্যানচেস্টার এরিনায় আত্মঘাতি বোমা হামলার পর উই লাভ ম্যানচেস্টার এমার্জেন্সি ফান্ড ইউকেসহ বিশ্বের বিভিন্ন দেশের দানশীল মানুষ এবং প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছে। এর মধ্যে হলিউড সঙ্গীত শিল্পী এরিয়ানা গ্রান্ডের ওয়ান লাভ কনসার্টের লভ্যাংশের অর্থও আছে। গত ২২ শে মে ম্যানচেস্টার এরিনায় হলিউড শিল্পী এরিয়ানার কনসার্ট চলাকালে আত্মঘাতি বোমা হামলা চালিয়েছিল লিবিয়ান অরিজিন  সালমান আবেদি। ২২ বছর বয়সী সালমান নিজেও নিহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে ৯ বছর বয়সী শিশু থেকে কিশোর-কিশোরীর সংখ্যাই বেশি। হামলার পর এরিয়ানা গ্রান্ডে  ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়ান লাভ কনসার্ট করেছিলেন।

উই লাভ ম্যানচেস্টার এমার্জেন্সি ফান্ডের চেয়ার এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র স্যু মারফি জানিয়েছেন, আত্মঘাতি হামলায় আহতদের মধ্যে ১১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত এবং নিহত সবাই সমান অর্থ পাবেন বলে নিশ্চিত করেন তিনি। যারা আগে কিছু অর্থ পেয়েছেন তাদেরকে সর্বমোট আড়াই শ হাজার পাউন্ডের বাকী অর্থ প্রদান করা হবে একই পরিমান অর্থ প্রদান করা হবে নিহতের পরিবারকেও।

 

Manchester attack victims to be given £250,000 each

Each family who lost someone in the Manchester Arena terror attack is to receive £250,000.

The relatives of the 22 people who died in the May 22 bombing will be given the money from donations to the We Love Manchester appeal, it emerged on Tuesday.

Attack survivors who were in hospital for a week or more have already been given £60,000, while 96 others who were hospitalised for fewer than seven nights have received £3,500.

The We Love Manchester emergency fund, which saw millions of pounds of donations flood in following the attack, has since welcomed donations from all over the world including profits from Ariana Grande’s One Love benefit concert.

According to Sue Murphy, who is the deputy leader of Manchester City Council and who chairs the fund, 11 people are still in hospital.

Suicide bomber Salman Abedi, 22, detonated his explosive as crowds, many of whom were young and teenage girls, left an Ariana Grande concert.

Advertisement