যুক্তরাজ্য সফররত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

আহাদ চৌধুরী বাবু:লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রাচীন তম পত্রিকা আজাদীর সম্পাদক এমএমালেকের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়৷

লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সেক্রেটারী মোহাম্মদ জুবারের ৷

মত বিনিময় সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান৷

আজাদী সম্পাদক এম এ মালেক আজাদীর ইতিহাস টেনে বলেন ৫৮ বছরের পুরনোআজাদী চট্টগ্রামের হলেও জাতীয় পত্রিকার সম্পর্ক গুরুত্ব বহন করে আজাদী আলোর প্রদীপ হাতে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে৷

মুসলিম সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আজাদীর জন্ম ৷

আজাদী ৫২সালের ভাষা আন্দোল নের প্রেক্ষাপটে নীতির প্রশ্নে আ পোষ করেনি তাই বন্ধ করে দেওয়াহলো ৷

মহান মুক্তিযুদ্ধ তথা বাঙ্গালীর অধিকারের প্রশ্নে বরাবরই ছিলো সরব৷

তিনি বলেন একজন সম্পাদক হিসেবে দুঃখ দারিদ্রতা ও দৈন্যতার কথা বলার চেষ্টা করি আজাদীর মাধ্যমে৷

তিনি বস্ত নিষ্ঠতা প্রসঙ্গে বলেন,সংবাদের ক্ষেত্রে এই শব্দের ব্যবহার সঠিক নয় ব্যবহার করা দরকার সত্যনিষ্ঠ শব্দটি৷

মতবিনিময় অনুষ্টানে ব্রিটেনের বাংলা মিডিয়ার পরিচিতি এবং এর ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য চ্যানেল এসের ফারহান মাসুদ খাঁন ৷

অন্যান্যদের মধ্যে দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর।

বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হামিদ মোহাম্মদ মুস্তাক বাবুল,মিসবাহ জামাল,মিল্টন রহমান,সারওয়ার হোসেন,হেফাজুল করিম রাকিব,পলি রহমানপ্রমুখ ৷

উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য বদরুজ্জামান বাবুল আইটি সেক্রেটারী সালেহ আহমদ,আহাদ চৌধুরী বাবু, কয়েস আলী,শিহাবউজামান,আব্দুল হান্নান,গোলাম মোহাম্মদ কিনু,জয়নাল আবেদিন,কাওসার আহমদ,রেজাউল করীম মৃদা,একলাসুর রহমানপাক্কু

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী পন্ডিত সুদর্শন দাসও হাসনাত চৌধুরী

Advertisement