লন্ডনের সেকেন্ডারি স্কুলগুলোতে মেটাল ডিটেক্টর বসাতে মেয়রের আহ্বান : London mayor urges more schools to use knife detectors

ব্রিটবাংলা ডেস্ক : নাইফ ক্রাইম প্রতিরোধে লন্ডনের প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর জন্যে আবারো আহ্বান জানিয়েছেন লন্ডন মেয়র  সাদিক খান। নিউ ইয়ারের দিন ২৪ ঘন্টার ভেতরে লন্ডনে ছুরিকাঘাতে ৪ জন নিহতের পর ফের এই আহ্বান জানালেন মেয়র সাদিক খান। লন্ডনের প্রতিটি স্টেইট ফান্ডেড সেকেন্ডারি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর আহ্বান জানিয়েছিলেন লন্ডন মেয়র।

গত বছর জুনে লন্ডনের সেকেন্ডারি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর আহ্বান জানিয়েছিলেন মেয়র সাদিক খান। চলতি অর্থ বছরে নাইফ ক্রাইম প্রতিরোধে মেয়র অফিসের বাজেট হল ৭ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে স্কুলগুলোতে মেটাল ডিটেক্টর বসানোর জন্য অতিরিক্ত আরো ৬শ ২৫ হাজার পাউন্ডের একটি প্রজেক্টের ঘোষনা দিয়েছিলেন তিনি।

লন্ডনে ৪শ ৯২টি সেকেন্ডারী স্কুল রয়েছে। যা কাউন্সিল অর্থে পরিচালিত হয়। এসব স্কুলে প্রায় ৫০৩, ৭০৪ শিক্ষার্থী রয়েছেন। প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর জন্যে ৬৬ পাউন্ড ৭৩ পেন্স ব্যয় ধরা হয়েছে। তবে এ পর্যন্ত মাত্র ৭৬ টি স্কুল মেটাল ডিটেক্টর বসানোর জন্যে মেয়র অফিসে আবেদনের পর বরাদ্দ পেয়েছে।

তবে গত বছরের অক্টোবর থেকে মাত্র ১৫ স্কুলে এ সংক্রান্তে চিঠি পাঠাতে সক্ষম হয়েছেন লন্ডন মেয়রের অফিসের পুলিশ এন্ড ক্রাইম বিভাগের ডেপুটি। টোরি পার্টি অবশ্য এর সমালোচনা করে বলেছে তা যথেস্ট নয়।

উল্লেখ, নিউইয়ার ইভে এবং নিউইয়ারের প্রথম প্রহরে লন্ডনে চার কিশোর-তরুন ছুরিকাঘাতে প্রান হারান। এছাড়া আরেক জনের অবস্থা গুরুতর।

 

London mayor urges more schools to use knife detectors

The mayor of London is renewing his appeal for schools to use knife wands following four fatal stabbings in the city in 24 hours over New Year.

Sadiq Khan is offering the metal detectors to all state-funded secondary schools in the capital that want them.

But just 15% of schools that received letters from the Deputy Mayor for Policing and Crime, Sophie Linden, have taken up the offer since October 2017.

Conservative opponent Shaun Bailey said the mayor’s response was “inadequate”.

Mr Khan said the Met was working to bring justice for the families of the boy and three young men who were killed.

But he added: “This is a problem that cannot be solved by the police alone.

The metal-detecting wands, which cost £66.72 each, are a part of the mayor’s Knife Crime Strategy, launched in June.

It has provided an extra £625,000 for knife and gang crime projects, taking the total spending this financial year to £7m.

There are 503,704 pupils in London’s 498 state-funded secondary schools, according to the Department for Education.

Of these schools, 76 have requested and received a knife wand so far.

Since the four deaths at the weekend another young man was chased by a group of men and stabbed more than 10 times in Harrow, north-west London.

No arrests have yet been made and the 20-year-old victim’s injuries were not life-threatening, police said.

Advertisement