লন্ডনে  ”একুশের” শিশু কিশোর সমাবেশ 

জুয়েল রাজ:ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলতে,নিজেদের আত্মপরিচয় ও বাংলা ভাষার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে অনুষ্ঠিত হলো শিশু কিশোর সমাবেশ। 

২৪ ফেব্রুয়ারি শনিবার,  পূর্ব  লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয়   শহীদ মিনার  চত্বর মুখরিত হয়ে উঠিছিল নব প্রজন্মের শিশু-কিশোরদের উপস্থিতিতে ।
তীব্র শীত উপেক্ষা করে,  মা-বাবার সাথে এরা সমবেত হয়েছিল বায়ান্ন এর অমর একুশের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে।
প্রভাতফেরি র‍্যালী করে শিশু-কিশোররা শহীদ মিনারের পাদদেশে অর্পণ  করেছে শ্রদ্বার্ঘ।
একুশের প্রভাতফেরি  আয়োজন পরিষদের উদ্যোগে এ নিয়ে তৃতীয়বারের মতো আলতাব আলী পার্কের  শহীদ মিনার চত্তরে ২১শে ফেব্রুয়ারিতে সকালে প্রভাতফেরি আয়োজন করেছে। নব প্রজন্মের ছেলে-মেয়েদের  অংশগ্রহনণ নিশ্চিত করার জন্য একুশের প্রভাতফরি আয়োজন পরিষদ ছুটির দিনে শনিবার ২৪ ফ্রেব্রুয়ারি আয়োজন করেছিল শিশু-কিশোর সমাবেশ। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার  বাংলাদেশী বংশোদ্ভূত সাবিনা আখতার বলেন , নতুন প্রজন্মের শিশু কিশোরদের আজকে এখানে দেখে আমি অবিভুত, ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে ও তারা ধারণ করবে শিখবে এটাই আমার প্রত্যাশা। এইসব আয়োজন থেকেই, বাংলাদেশের ভাষা আন্দোলন , মুক্তিযুদ্ধ এইসব বিষয়ে তারা জানবে।  নিজেদের  শিকড় নিয়ে গর্ববোধ করবে।
একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদের আহবায়ক আবু মুসা হাসানের সূচনা বক্তব্য এবং সদস্য সচিব ইফতেখারুল হক পপলুর সঞ্চালনায়  অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যালেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর   সাবিনা আখতার।
একুশের ফেব্রুয়ারির চেতনা শীর্ষক একটি  ইংরেজী লিখিত বক্তব্য পাঠ করে শোনান নব প্রজন্মের প্রতিনিধি অনুভা রওনক হক সৈয়দ।
বাংলায় পাঠ করে শোনান শুভাংকী ধাম, সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিলেতের প্রখ্যাত শিল্পী গৌরী চৌধুরীর নেতৃত্বে তার ছাত্র-ছিাত্রীরা পরিবেশন করে অমর একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলেতে পারি‘ দেশাত্ববোধক গান এবং জাতীয় সংগীত। সমাবেশে অন্যান্যদের মাঝে যোগ দিয়েছিলেন , লোকমান হোসাইন,মাহামুদ এ রউফ,হামিদ মোহাম্মদ, ইঞ্জিনিয়ার মিফতারুল ইসলাম, নিসার আহমেদ, হারুনুর রশীদ চৌধুরী ,আনসার আহামেদ উল্ল্যা, সৈয়দ আনাস পাশা ডলি ইসলাম, রফিকুল হাসান  খান জিন্নাহ,কবি স্টিফেন ওয়াটস , রবার্ট ফিলিপ্স ,তাইসির মোহাম্মদ, স্মৃতি আজাদ, সত্যব্রত দাশ স্বপন, এডভোকেট আবেদ আলী , নুরুল ইসলাম, শাহাব উদ্দিন বাচ্চু , জামাল আহামেদ খান,জুয়েল রাজ, সিরাজুল বাছিত চৌধুরী, মুশতাক চৌধুরী, নিলুফা ইয়াসমিন, তবারকুল ইসলাম ,   মুনিরা পারভীন , ইকবাল হোসেন বুল্বুল,  হামিদ হক, ড; নাজনীন, বাসন্তী দাশ, মেরিয়ান হাসান,  সেলিনা  সুফি, রাজিয়া বেগম, মুনজেরিন রশীদি, পলি ইসলাম, শাহরিয়ার বিন আলী, সাইফুল খান সহ   শতাধিক মানুষ।
Advertisement