শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের আহ্বান

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক। বিশ্বের ১৫০টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি প্রকাশ করে তারা।

বুধবার জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, অনলাইন বা দূর শিক্ষার সুবিধা না থাকায় নিম্ন এবং মধ্যম আয়ের দেশের শিশুরা উন্নত দেশগুলোর শিশুদের চেয়ে শিক্ষা ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশগুলোর উচিৎ দ্রুত শিক্ষা ব্যবস্থায় আরো বিনিয়োগ করা। যাতে বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে ধনী এবং দরিদ্র দেশের শিশুদের মধ্যে পার্থক্য কমে আসে।

Advertisement