সৈয়দপুরে মদীনাতুন নুর আল খাইরিয়্যাহ এর পক্ষ থেকে ফুডপ্যাক ও ইফতার সামগ্রী বিতরণ

যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংস্থা মদীনাতুন নুর আল খাইরিয়্যাহ এর পক্ষ থেকে শতাধিক ফ্যামিলিকে ফুডপ্যাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার জগন্নাথপুরের সৈয়দপুর বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আলেম, সৈয়দ পুর আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা মাওলানা সৈয়দ আব্দুন নূর।সৈয়দ মরগুব আহমদের কোরআন তেলাওয়াত ও তরুণ আলেম মাওলানা মারজান ফিদাউর’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন জামিয়া সৈয়দপুর’র মুহাদ্দিস মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমি।

মদীনাতুন নুর আল খাইরিয়্যাহ এর পক্ষ থেকে ফুডপ্যাক ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আবু আলী সাহেব, জমিয়ত নেতা মাওলানা সৈয়দ ফয়জুল হক, খেলাফত নেতা মাওলানা শাহিদ মিয়া, মাওলানা ছানাওয়ার আলী, ইউনাইডেট স্যোসাল ডেপলাপমেন্টের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক সৈয়দ আয়েশ মিয়া, জমিয়ত নেতা মাওলানা সৈয়দ নাইম আহমদ, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা আদনান আহমদ, মাওলানা শেখ বিলাল আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজিদ আলী প্রমুখ।

আলোচনায় বক্তাগণ উক্ত সংস্থাটিতে যারা দান করে শতাদিক গরিবদের মধ্যে  খাদ্যসামগ্রি বিতরণ করার সুযোগ করে দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করেন ৷ বিজ্ঞপ্তি

Advertisement