হাফেজ সৈয়দ ফুজাইল আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহিফল

হাফেজ মাওলানা সৈয়দ ফুজাইল আহমদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দুআ মাহফিল অনুষ্ঠিত।

ঐতিহ্যবাহী সৈয়দপুর দারুল হাদীস টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দীস,বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা সৈয়দ ফুজাইল আহমদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার স্মরণ সভা ও দুআ মাহফিল ১ জুলাই যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমীতে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সাধারন সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহনূর মিয়া, সহ সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ, ব্যারিষ্টার মাওলানা বদরুল হক,  মাওলানা নাজিম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,সহ প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম।
স্মরণ সভায় সভাপতির বক্তব্যে শায়খুল হাদীস প্রিন্সিপাল মওলানা রেজাউল হক বলেছেন, হাফেজ মাওলানা সৈয়দ ফুজাইল আহমদ রহঃ সারা জীবন দ্বীন, ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যাণে কাজ করে গেছেন । ইলমে নাববীর খেদমত করে গেছেন আমৃত্যু । মহান আল্লাহ রাব্বুল আলামীন হযরতের দ্বীনি খেদমত গুলোকে কবুল করুন। শোকাহত পরিবার পরিজন কে ছবরে জামীল দান করুন- আমীন।
পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।

Advertisement