৬ প্রতিবেশী দেশকে নিয়ে সম্মেলনের পাকিস্তানি প্রস্তাবকে স্বাগত জানাল ইরান

ছয়টি প্রতিবেশী দেশকে নিয়ে তেহরানে সম্মেলন আয়োজনের পাকিস্তানি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।অদূর ভবিষ্যতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ ধরণের সম্মেলন আয়োজন করতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্টমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছয় দেশকে নিয়ে সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি। ইরান সফরের আগে কোরেইশি মধ্য এশিয়ার তিনটি দেশ সফর করেন।ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ঐ তিন দেশ সফর ও ঐসব দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ফলাফল নিয়েও মতবিনিময় করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঐসব দেশের কর্মকর্তাদের সঙ্গে মূলত আফগানিস্তান ইস্যুতে কথা বলেছেন।ইরান আসার আগে তিনি যেসব দেশ সফর করেন সেগুলো হলো তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান। ইরান ও পাকিস্তান হচ্ছে গুরুত্বপূর্ণ দুই মুসলিম প্রতিবেশী দেশ। এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ রয়েছে।

Advertisement