চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে সংবর্ধনা

ব্রিটবাংলা রিপোৰ্ট:লন্ডন সফররত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম বাসী।

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের এক রেষ্ঠুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় ।
মুক্তিযোদ্ধা আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সাংবাদিক সরোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমদ ফয়সাল চৌধুরীসোয়েব,প্রবীন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল আই ইউরোপের সিইও কবি মিল্টন রহমান, মিরশরাই সমিতি ইউকে সভাপতি মোহাম্মদ ফারুক জসিম উদ্দিন খান, জসিম উদ্দিন, মোহাম্মদ ইসহাক, সাইদুর রহমান মন্জু, ব্যরিসটার আনোয়ার হোসেন, আকতারুল আলম আবসার, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, মোহাম্মদ নিজাম উদ্দিন সেলিনা আকতার জোসনা, ডক্টর আবদুল আজিজ, মোবারক হোসেন টিটু, নাহিদুল আলম টিংকু, মিজানুর রহমান, ওসমান ফয়সাল প্রমুখ।

সভায় সংর্বধিত অথিতি এম এ সালাম বলেন, বিভিন্ন সমস্যা থাকলেও বাংলাদেশ এগিয়ে যাচেছ ।

৪৫ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পাথর্ক্য আপনারা খুজে পাবেন। সুশৃংখল ও সুস্যাস্থ, শিক্ষিত মানুষ গড়ে তুলতে পারলে বাংলাদেশ তার লক্ষ্যে পৌছে যাবে খুব শিগ্রই ।
তিনি আরো বলেন, বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার চলতেছে, সেটাকে ধরে রাখতে হরে প্রবাসীসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

Advertisement