ব্যাডমিন্টন খেলারপ্রতি আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের

এহসানুল ইসলাম চৌধুরীশামীম: দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ব্যাডমিন্টন খেলা।

এখন ব্রিটেনের জনপ্রিয় একটি খেলার নাম ব্যাডমিন্টন।লন্ডন ম্যানচেষ্টার,বার্মিংহাম,লুটন, স্পোর্সমাউথ,বনমাউথ,লিডস সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ৬০ টি দলের অংশ গ্রহনে নর্থাম্পটনে অনুষ্ঠিত হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭


বি,,সি ও ডি গ্রুপের খেলোয়াড়ের দুই বিভাগে ভাগ করে সোম বার ৭ নভেম্বর মলটনের বেনহাম স্পোটস এরিনায় সকাল থেকে রাত প্রযন্ত এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করে নর্থাম্পটন ফ্রেন্ডস ক্লাব।ব্যাডমিন্টন খেলারপ্রতি আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের।
বিপুল সখ্যক ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়ের উপস্থিতে মুখর ছিল বেনহাম স্পোটস এরিনা।
এ ধরনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করবেন বলে আশাবাদী আয়োজকরা।


দিন শেষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রধান আকর্ষন ফাইনাল খেলা।এতে বি গ্রুপের রাগবির জামিল ও তুহিন জুটি স্পোর্সমাউথের রাশেদ ও রায়হান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
ডি গ্রুপের লন্ডনের জুনেদ ও আলতাফ জুটি ডারবির আমিন ও আসিফ জুটিকে হারিয়ে বিজয়ী হন।
চ্যাম্পিয়ন হওয়ায় আলতাফ বলেন আমরা ভাল খেলা দর্শকদের উপহার দিয়ে জয়লাভ করেছি।
খেলা শেষে পুরস্কার বিতরন করেন কমিউনিটির বিশিষ্ট জনেরা।এ সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন

আব্দুল মতিন,ইউছুফ সুজন, লিটন,ইউসুফ আলী,,রাহেল আলী,শাহ আলম ।

Advertisement