সাসেক্স বাংলাদেশী এসোসিয়েশন

বিলেতে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে দেশের ইতিহাস তুলে ধরার এখনি সঠিক সময় না হয় ভবিষতে তা হুমকির মুখে পড়ার শংকা জানিয়েছে সাসেক্স বাংলাদেশী এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের বিজয় দিবসের আলোচনা সভায়।

সোমবার রাতে ব্রাইটনের অশোকা রেস্টুরেন্টে বিজয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বদিউল আলম ও রয়েল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাহির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন সভাপতি হাজী রফিক মিয়া। বক্তব্য রাখেন মিলিক চৌধুরী, ফারুক আহমদ, হাজী আব্দুর নুর, হারুন মিয়া, কয়েস আহমেদ, আব্দুল মান্নান, নুরুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


বাংলাদেশের জাতীয় দিবস ও দেশের স্বাধীনতার ইতিহাসের উপর বক্তব্য রাখেন অতিথিরা।

তারা বলেন,শিকড়ের সাথে দেশের নিবীড় সম্পর্ক গড়ে তুলতে এ ধরনের অনুষ্ঠানে বিকল্প নেই। বিশেষ করে নুতুন প্রজন্মকে কিভাবে সম্পৃক্ত করা যায় যেসব বিষয়ে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে।
এতে আরো বক্তব্য রাখেন, সাদিক মিয়া, বখতিয়ার খান, ইসলাম মিয়া, মুরাদ চৌধুরী, মুজিবুর রহমান ইয়াহিয়া, ফয়সাল হাসান, লুৎফুর রহমান, ফারুক মিয়া, আমির উদ্দিন, কুটি মিয়া, শামীম আহমেদ, মিজান চৌধুরী, মাহতাব মিয়া, নুরুল আমিন, মো: ওয়াহিদ, ইসলাম মিয়া, ইদরিছ হোসেন খোকা প্রমুখ।
আলোচনার শুরুতে কোরআন থেকে তেলোয়ত সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহিবুর রহমান।

Advertisement