আমি শেষ চেষ্টা করে দেখেছি
যে চেষ্টায় কোন ত্রুটি ছিল না, অহেতুক কোন তাড়া ছিল না
তবে অনেক তাড়না ছিল, তোমার কাছে ব্যর্থতা ঢেকে রাখার।
আমি অনেকবার চেষ্টা করেছি
তোমার চোখে চোখ রেখে কথা বলার, ওই চোখে অনেক স্বপ্ন ছিল
অথচ কোন সংকেত ছিল না, স্পর্ধা হারিয়েছি ক্রমাগত।
আমি এই প্রথম সামনে এসেছি
তোমার নয়, নিজের সামনে নতজানু হয়েছি, করেছি আর্তনাদ,
পিছন দিক থেকে তাকিয়ে দেখার অভ্যাসটা দুজনে কিছুতেই বদলাতে পারিনি।
আমি প্রতিবার মিথ্যে বলেছি
ব্যাকুল হৃদয়ের প্রশস্ততা দিয়ে তোমাকে বোঝাতে চেয়েছি
এমন কোন দুঃখকষ্ট নেই যা ঘুচাতে হবে তুমিহীন রাজ্যে।
আমি আরেকবার সত্য বলতে চাই
এখনো পতিত হয়ে আছি, তোমাকে ভালোবাসার দলিলে কোন সাক্ষী নেই
তবে টিপসই দিয়েছি, একা, গোপনে, বেদখল আছ জেনেও।।
রচনাকালঃ ৩১ অক্টোবর ২০২০, লন্ডন।।
Advertisement