হিউমেনিটি এওয়ার্ড পেলেন ফিনল্যান্ড প্রবাসী কামরুল হাসান জনি

এমডি রিয়াজ হোসেন : ফিনল্যান্ড এর বাংলাদেশী কমিউনিটিতে দীর্ঘদিন থেকে কমিউনিটির সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় হিউমেনিটি এওয়ার্ড পেলেন ফিনল্যান্ড তথা ইউরোপের পরিচিত মুখ কামরুল হাসান জনি । গত রোববার ফ্রান্সের পিংক সিটি হিসেবে খ্যাত তুলুজে স্থানীয় একটি হলে এ এওয়ার্ড হাতে তুলে দেন তুলুজ সিটি ডেপুটি মেয়র জিলানি লাহিয়ানী। এওয়ার্ড প্রাপ্তির পর কামরুল হাসান জনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ইউরোপের বাংলাদেশী কমিউনিটিতে এ স্বীকৃতি ইউরোপের সকল সংগঠন ও কমিউনিটি কর্তাদের উদ্যোমী হতে উৎসাহিত করবে । এসময় তিনি আয়োজক সংগঠন এর সভাপতি ওসমান হোসেন মনির এর প্রতি কৃতজ্ঞতা জানান ।

Advertisement