সোমবার থেকে ইংল্যান্ডের বাইরে গেলে সরকারের অনুমোদন লাগবে

ব্রিটবাংলা ডেস্ক : সোমবার থেকে সরকারের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমনে যেতে হবে ইংল্যান্ডের নাগরিকদের। বিদেশ ভ্রমণের আগে সরকারের ওয়েব সাইটে গিয়ে তিন পাতার ডিক্লারেশন টু ট্র্যাভেল ফর্ম পুরন করে ভ্রমণের কারণ দেখাতে হবে। বর্তমান লকডাউন আইন অনুযায়ী, বিদেশ ভ্রমন যুক্তিযুক্ত কি না তা ওই ফর্ম পুরনের পর বলে দেবে সরকার। এরপর ভ্রমনের অনুমতি পেলে প্রিন্ট করে বা মোবাইলে ডাউনলোড করে ফর্মটি সাথে রাখতে হবে। ভ্রমণে বের হওয়ার সময় পুলিশ ফর্মটি চেক করবে। তাতে অনুমোদিত ফর্ম দেখাতে ব্যর্থ হলে জন প্রতি ২শ পাউন্ড জরিমানা আরোপ করা হবে বলে সতর্ক করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট।
এদিকে ইংল্যান্ডে ধাপে ধাপে লকডাউন শিথিলের অংশ হিসেবে আগামী মে মাস থেকে ব্রিটিশরা হলিডে কাটানোর জন্যে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কিন্তু তার আগেই সাইপ্রাস এবং পর্তুগাল সতর্ক করে বলেছে, দেশ দুটিতে আগাম হলিডে বুকিং দিলেও ভ্যাকসিনের ২ ডোজ গ্রহণকারী ছাড়া কোনো ব্রিটিশ নাগরিককে হলিডে কাটানোর সুযোগ দেওয়া হবে না। সাইপ্রাস বলেছে, ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকদের কোনো ধরনের টেস্ট ছাড়াই স্বাগত জানাবে। আর পর্তুগাল বলেছে, ব্রিটেন থেকে যাওয়া পর্যটকদের অবশ্যই নিজ খরচে হোটেল কুরানটাইন করতে হবে।

Advertisement