সৌদি আরবের দাম্মামে গাড়ি চাপায় বাংলাদেশির মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক :: সৌদি আরবের দাম্মামে গাড়ি চাপায় গুরুতর আহত জহিরুল হক সেলিমের (৪০) মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জহিরুল হক সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের ফজল হাজী বাড়ীর হাজী আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার দুটি সন্তান রয়েছে।

জহিরুল হকের ছোট ভাই ছায়দুল হক ফরাদ জানান, জীবিকার সন্ধানে ২০০৪ সালে সৌদি আরবের দাম্মামে যান তার ভাই। পরে সেখানে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে গাড়ি চাপায় গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement