ব্রিটবাংলা রিপোর্ট : টাওয়ার হ্যামলেটসের সেন্ট পলসওয়ের অগ্নিকান্ডের ঘটনায় ১৭ বছরের কিশোরী নিহত হয়েছে। সেন্ট পলস সেকেন্ডারি স্কুলের সামনে একটি আবাসিক ভবনের ৪ তলায় সোমবার সকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন থেকে বাঁচার জন্যে কিশোরীটি তাদের ৪ তলার ফ্ল্যাটের জানালা দিয়ে ঝাম্প মারে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়। সকাল আনুমানিক ৬টার দিকে এই অগ্নিকান্ডের ফায়ার সার্ভিস ডাকা হয়। প্রায় ২১ জন ফায়ার ফাইটার এসে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ৪ তলা থেকে একজন পুরুষকে উদ্ধার করে ফায়ার সার্ভিস টিম। মেট পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর ভবনের নীচ থেকে ১৭ বছরের মহিলাকে উদ্ধার করা হয়।
সকালে সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, একটি ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে কয়েকজন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করছেন এবং একজন মানুষে রাস্তায় পড়ে আছেন।
গ্রেনফেল ট্রাজিডির পর টাওয়ার হ্যামলেটসে তৃতীয় অগ্নিকান্ড!
সকালে সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, একটি ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে কয়েকজন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করছেনএকজন মানুষে রাস্তায় পড়ে আছেন।