ব্রিটবাংলা রিপোর্ট : সাজাপ্রাপ্ত যোদ্ধাপরাধী এবং সাংবাদিক হত্যাকারীসহ ২৫ জন মোস্ট ওয়ান্টেড ব্রিটিশ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ইন্টারপোল। ইন্টারপোলের এই রেড নোটিশে পিডোফাইল এবং মাদক পাচারকারীও রয়েছে। বাংলাদেশের চৌধুরী মঈন উদ্দিনসহ ২৬ থেকে ৮১ বছর বয়সের সন্দেহভাজন এবং সাজাপ্রাপ্ত আসামী রয়েছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ তাদেরকে খুঁজছে এবং স্বদেশে ফেরত নেওয়ার চেস্টা করছে। লন্ডনের দৈনিক মিরর অনলাইন ইন্টারপোলের রেফারেন্স দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে। তাতে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ২৫ জনের নাম, ছবি এবং কি কারনে ও কারা তাদের খুঁজছে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই তালিকায় পাকিস্তান এবং ভারতীয় অর্জিন মহিলাসহ বেশ কয়েকজন আছেন।
ইন্টার পোলের রেড নোটিশে বলা হয়েছে, লন্ডনে অবস্থানরত ৬৭ বছর বয়সী চৌধুরী মঈন উদ্দিনকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষক এবং চিকিৎসক হত্যার অভিযোগে মৃত্যুদন্ড দিয়েছে দেশের যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল। যদিও লন্ডনে অবস্থিত চৌধুরী মুঈন উদ্দিন বিচার চলাকালে আদালতে হাজিরা দেননি এবং সব সময় নিজেকে নির্দোষ দাবী করে আসছেন।
ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় চৌধুরী মুঈন উদ্দিন
Advertisement